হঠাৎ তার বিশ্রামে চলে যাওয়া নিয়ে গুঞ্জন শেষই হচ্ছে না। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না। এই ব্যাপারটিকে ভক্তরা ঠিক মেনে নিতে পারছেন না। কিন্তু ৫০তম টেস্টের মাইলফলক পেরিয়ে আসা সাকিব নিজের সিদ্ধান্তে অনঢ়। ক্লান্তিজনিত অবসাদেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ৬ মাসের ছুটি চেয়েছেন। তবে বোর্ড তাকে শুধু মাত্র ২ টেস্টের জন্য বিশ্রাম দিয়েছে।
সাকিবের ভক্তরা এনিয়ে এখনো দ্বিধায় রয়েছেন। তবে ফেসবুক নিজের অফিসিয়াল পেজে এনিয়ে খোলা চিঠি লিখলেন সাকিব। জানালেন নিজের অবস্থানের কথা। বললেন কেন এই বিশ্রাম। যদিও এ বছর টেস্টে ব্যাটে-বলে সেরা ফর্মে রয়েছেন তিনি। ৭ টেস্টে ব্যাট হাতে করেন ৬৬৫ রান। নিয়েছেন ২৯ উইকেট। ২০০৭ সালে টেস্ট অভিষেক তার। এরপর ৫১টি টেস্ট খেলেছেন সাকিব।
এবার চলুন দেখে নেই খেলা চিঠিতে ভক্তদের জন্য কি লিখেছেন সাকিব।
প্রিয় ফ্যান,
আপনারা জানেন আমি গত কয়েক বছর ধরে দেশের গৌরবের জন্য বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছি , যার কারণে আমার অনেক শারীরিক ও মানসিক ধকল যাচ্ছে। এই ব্যাপারটি মাথায় রেখে আমি ঠিক করেছিলাম আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দুটি টেস্টে সামিয়িক বিরতি নেওয়ার এবং বিসিবি বিষয়টি তাদের বিজ্ঞ বিবেচনায় নিয়ে আমাকে খেলা থেকে বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে।
ফলে, আমি মনে করি সাময়িক এই বিরতি আমাকে আগামী খেলাগুলোর জন্য আরো শক্তি ও মনোবল যোগাবে এবং আমাকে ও পুরো দলকে সাহায্য করবে আগামীতে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে।
আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণার দেওয়ার জন্য। আসুন সবাই আমাদের টাইগারদের সাফল্য কামনা করি সামনের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য।
-সাকিব আল হাসান
Discussion about this post