আরো একবার সেই ব্যর্থতার পথ ধরেই হাটলো বাংলাদেশ। যেন ক্রিকেটাররা ব্যাট করতে ভুলেই গেছে ব্যর্থতার ষোলোকলায় পূর্ণ করেই শেষ করল সিরিজ। রোববার ৭৫ রানে বাংলাদেশকে উড়িয়ে টি-টুয়েন্টি সিরিজ জিতল শ্রীলঙ্কা। ০-২ এ হেরে হোয়াইটওয়াশ স্বাগতিকরা। এর আগে টেস্ট সিরিজের সঙ্গে এই শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় টুর্নামেন্টের ট্রফি হারিয়েছিল টাইগাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ম্যাচে হতাশ করেছেন ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার দেওয়া ২১১ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৮.৪ ওভারে অলআউট হয়ে করে মাত্র ১৩৫ রান।
অধিনায়ক মাহমুদউল্লাহ আর ইনজুরি কাটিয়ে ফেরা তামিম ইকবাল কিছুটা লড়েন। তার আগেই সৌম্য সরকার ও মুশফিকুর রহীম ফিরে যান দ্রুত সাজঘরে।
তবে তামিম ইকবাল লড়ছিলেন। ২৩ বলে দুটি করে ছয়-চারে ২৯ রান করে ফিরে যান তিনি। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ। ৩১ বলে ৪১ রানে রানে আউট ক্যাপ্টেন। ২১ বলে ২০ রান তুলেন সাইফুদ্দিন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়েন দুই ওপেনার কুসল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। গুনাথিলাকার ব্যাট থেকে আসে ৪২ রান। মেন্ডিস ৭০ রান তুলেন। খেলেন মাত্র ৪২ বল। থিসারা ১৭ বলে ৩১ রান করেন। উপুল থারাঙ্গা ১৩ বলে ২৫। দানুশকা ১১ বলে ৩০ রান করায় দুইশ পেরোয় অতিথিরা।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর ও সাইফুদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১০/৪ (গুনাথিলাকা ৪২, মেন্ডিস ৭০, থিসারা ৩১, থারাঙ্গা ২৫, শানাকা ৩১*, চান্দিমাল ২*; জায়েদ ১/৪৫, নাজমুল ০/২৮, মেহেদি ০/২৫, মুস্তাফিজ ১/৩৯, সাইফ ১/৪৬, সৌম্য ১/২৫)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৫/১০ (তামিম ২৯, সৌম্য ০, মুশফিক ৬, মিঠুন ৫, মাহমুদউল্লাহ ৪১, আরিফুল ২, সাইফ ২০, মেহেদি ১১, মুস্তাফিজ ৮, জায়েদ ২, নাজমুল ১*; মাদুশাঙ্কা ২/২৩, দনঞ্জয়া ১/২০, শানাকা ১/৫, থিসারা ০/৩৩, আপনসো ১/৩১, জিবন ১/৮, উদানা ১/১২, গুনাথিলাকা ২/৩)
ফল: শ্রীলঙ্কা ৭৫ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ২-০তে জয়ী শ্রীলঙ্কা
Discussion about this post