টেস্ট ক্রিকেটে দুঃসময় যেন কাটছেই না। তবে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দাপট আশা জাগাচ্ছিল। কিন্তু সিরিজের দ্বিতীয়টিতেই যে এভাবে সব এলোমেলো হয়ে যাবে কে জানতো? ২০৯ রানে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজটাও হারাল বাংলাদেশ দল। স্পিনে নাজেহাল দল। অভিষিক্ত প্রভিন জয়াবিক্রমা একাই নিয়েছেন ১১ উইকেট।
বড় ব্যবধানে হেরেও ইতিবাচক থাকছেন অধিনায়ক মুমিনুল হক। সোমবার টেস্ট ম্যাচ শেষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানালেন, এই সফর থেকে প্রাপ্তিও কম হয়নি। মুমিনুল বলেন, ‘দেখুন, অবশ্যই প্রাপ্তির কিছু না কিছু আছে। আমরা সিরিজ হেরেছি এর মানে এই না যে সবকিছু হেরে গিয়েছি। হয়তো একটু সমালোচনা হবে, অনেকেই অনেক কথা বলবে। এরমধ্যেও আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক দিক আছে।’
ইতিবাচক দিক নিয়ে মুমিনুল আরও বলেন, ‘আমি যেটা সব সময় চাইছিলাম যে দলগতভাবে খেলব, যেটা আমরা শেষ ২-১টি টেস্ট ম্যাচে খেলতে পারিনি। আমার কাছে মনে হয় প্রথম টেস্টে আমরা দল হিসেবে খেলতে পেরেছি। তখনই ভালো খেলি যখন আমরা দলগতভাবে খেলতে পারি। দলের সবাই যখন অবদান রাখে তখন দল হিসেবে ভালো করতে পারি আমরা।’
এটাও ঠিক তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত খোদ মুমিনুল প্রথম টেস্টে ব্যাটে হাতে সফল। আবার বল হাতে সাফল্য পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। মুমিনুল বলছিলেন, ‘তামিম ভাইয়ের দুটি ৯০ আছে, একটি ৭০ আছে। শান্তর একটি ১৬৩ আছে, মুশফিক ভাই ও লিটনের হাফ সেঞ্চুরি আছে। তাইজুলের ৫ উইকেট আছে। আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারাও হয়তো অপেক্ষায় ছিলেন এটার কোন পেসার কি কিছু করতে পারছে কিনা, সেই হিসেবে তাসকিনকে দেখেছেন। আগের চেয়ে অনেক ভালো এখন। অনেক উন্নতি করেছে। আমার কাছে মনে হয় অনেক ইতিবাচক দিক আছে এই টেস্ট সিরিজে।’
এরমধ্য দিয়ে শেষ হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ। কেমন গেল টাইগারদের এই জার্নি? মুমিনুল জানাচ্ছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা যত ম্যাচ খেলেছি আমার মনে হয় না, আমাদের কোনো উন্নতি হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে ১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলেছি। সেখানে ১০ দিনের মধ্যে কেবল দুটি দিন ডমিনেট করতে পারিনি, সেই দুই দিনে ম্যাচ হেরেছি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আমরা কিছুটা ভালো খেলেছি। দ্বিতীয় টেস্টে বোলাররা খুবই ভালো বোলিং করেছে, আর ব্যাটসম্যানরা কলাপস করেছে। আমার মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। মানে শেষ এই টেস্টের আগের টেস্টে একটু উন্নতি হয়েছে। পয়েন্টের হিসেবে আমরা ২০ পয়েন্ট হয়তো পেলাম কিন্তু আমার মনে হয় খুব ভালো প্রাপ্তি আছে।’
Discussion about this post