Friday, May 9, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্রায়ান চার্লস লারা

June 30, 2013
in প্রোফাইল
0 0
A A
ব্রায়ান চার্লস লারা
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

শচীন নাকি এ যুগের ব্র্যাডম্যান! আর ব্রায়ান লারা?
-রেকর্ডের বরপুত্র। ক্রিকেটে শচীনের এত এত রেকর্ড। তবুও রেকর্ডের বরপুত্রের খ্যাতি লারার। ক্রিকেট পণ্ডিতরা বলেন, ব্র্যাডম্যানের পর দ্রুত রান তোলায় লারাই সেরা। তাকে এ স্বীকৃতিটা কিন্তু এমনিতেই দেওয়া হয়নি। ব্যাটের ঝলকানিতে আদায় করে নিয়েছেন লারা।
লারার ব্যাটিং মানেই রান ফোয়ারা! একদিনে ৩০০ রান! অনেক আগ্রাসী ব্যাটসম্যানও হয়তো বলবেন এ তো অসম্ভব? সেই অসম্ভব কাজটি তিনি করেছেন আজ থেকে ১৭ বছর আগে। ১৯৯৪ সালের ৬ জুন। ব্রায়ান লারা একদিনেই করেন ৩০০ রান।
কাউন্টিতে তার ৫০১ রানের মহাকাব্যিক এক ইনিংসটির কথা কি মনে আছে? প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে এটাই প্রথম কোনো ব্যাটসম্যানের পাঁচ শতাধিক রান। জি ই মরিসকোকে বাউন্ডারি মেরেই রানের এই এভারেস্টে পা রাখেন লারা।

-সেই ইতিহাস গড়ার পথে মাত্র ১৯তম ক্রিকেটার হিসেবে তিনি একদিনে তিন শতাধিক রান করার রেকর্ডটিও গড়েন। কাউন্টিতে ওরউইকশায়ারের হয়ে খেলা এ ইনিংসটিই এখনও প্রথম শ্রেণীর ক্রিকেটের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। ইতিহাসেরও প্রথম। হানিফ মোহাম্মদের ৪৯৯ রানই ছিল আগের সেরা। তাকে পেছনে ফেলে সবার ওপরে আরোহণ করেন লারা। যা আজও অমলিন।
সেই মহাকাব্য রচনার পথে প্রতিটি রানের সঙ্গে সঙ্গে যেন একেকটি রেকর্ড তার পদতলে লুটিয়ে পড়ছিল। এগুলোরই একটি একদিনে সর্বোচ্চ রান। একদিনে ৩৪৫ রান করা সিজে ম্যাকার্টিনে পড়ে যান পেছনে। ১৯২১ সালে ট্রেন্ট ব্রিজে ম্যাকার্টিনে তার রেকর্ড গড়েছিলেন। ৭৩ বছর পর লারা সেটি নিজের করে নেন।
রেকর্ড রেকর্ড আর রেকর্ড। ওই ৫০০ রানের পথে কত যে মাইলস্টোন স্পর্শ করেছেন লারা তার ইয়াত্তা নেই! এই ধরুন না বাউন্ডারি, ৬০টি চার এবং ৯টি ছক্কা-মোট ৬৯টি। এটাও নতুন এক ইতিহাস! যা আজও অক্ষত। অনেকদিন রেকর্ডটি নিজের করে রাখা পিএ পেরিনকে নেমে যেতে হয় দুই নম্বরে। পেরিনের ছিল ৬৮টি বাউন্ডারি। তবে তার সবই ছিল চার। একটিও ছক্কা ছিল না।
বীরোচিত পাঁচশর পথে লারা স্পর্শ করেন ডন ব্র্যাডম্যানকেও। ৩২৫ রানের মাথায় মাত্র সাত ইনিংসে তিনি ওই বছর হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন। ১৯৩৮ সালে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়া তাতেই। ৩৮৬ রান করে বাঁহাতিদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও তিনি টপকে যান এ ইনিংসেই। আগের কৃতিত্ব ছিল বি সাচলিফিফের ৩৮৫। ক্রাইস্টচার্চে ১৯৫২-৫৩ মৌসুমে সাচলিফিফ তার রেকর্ডটি গড়েছিলেন।
লিখলে লারার এ মহাকাব্য নিয়ে আরেকটি মহাকাব্যই রচনা করা যাবে। ১০০ পেরিয়েই তো তিনি একটি ইউনিক রেকর্ড গড়ে ফেলেন। টানা আট ইনিংসে সাত সেঞ্চুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এ অর্জনও অন্য কারও নেই। আগের রেকর্ড ছিল সাত ইনিংসে ছয় সেঞ্চুরি। একটি মাত্র ইনিংসে এত এত রেকর্ড! পুরো ইনিংসটাতে তাহলে কত রেকর্ড লারার?
-লারা ‘রেকর্ডের বরপুত্র’ এ নিয়ে কি এখনও কারও মনে দ্বিমত আছে?
থাকাটা মোটেই যুক্তিযুক্ত হবে না।

এতসব অর্জনের পরও ম্যাচ শেষে নিজেকে নিয়ে লারার মূল্যায়ন ছিল, ‘আমি মনে করি না এই ৫০০ আমাকে গ্রেট ক্রিকেটারে পরিণত করেছে। আমার এখনও শেখার আছে।’
শুনে বিস্মিত হবেন, এজবাস্টনে রানের সে শৃঙ্গে পৌঁছার মাত্র দুই মাস আগে টেস্টের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন লারা। অ্যান্টিগায় লারার ৩৭৫ রানের ইনিংসটি প্রায় এক দশক টিকে ছিল। অস্ট্রেলিয়ার হেইডেন ৩৮০ করে তাকে দুই নম্বরে ঠেলে দিয়েছিলেন। ২০০৩ সালে পার্থে লারাকে টপকান হেইডেন। কয়েক মাস পরই ‘ক্যারিবীয় যুবরাজ’ পুনরুদ্ধার করে ফেলেন। ২০০৪ সালের ১২ এপ্রিলেই রেকর্ডটি আবারও লারার।
সে পুনরুদ্ধারটা আরেকটি প্রথমের জন্ম দিয়ে। হেইডেন সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলার আনন্দটা বেশিদিন উদযাপন করতে পারেননি। মাত্র ১৮৫ দিন এবং ১৯ ইনিংস পরই লারা যে তাজ পুনরুদ্ধার করেন। আন্তর্জাতিক ক্রিকেটে রচিত হয় আরেক মহাকাব্য! প্রায় সোয়াশ বছরের টেস্ট ইতিহাসে যা কেউ করে দেখাতে পারেননি ক্রিকেট বিশ্ব প্রথমবার তাই-ই দেখল। প্রথম ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৪০০ রানের নতুন ইতিহাস!
যেন কাকতালীয়! লারার ৩৭৫ ছিল অ্যান্টিগায়। এবং ৪০০ রানের ইনিংসও অ্যান্টিগায়। মজার বিষয় হল-দুটিতেই প্রতিপক্ষ ইংল্যান্ড। মিল রয়েছে আরও।
-দুটি ইনিংসই এপ্রিল মাসে। আরও মিল রয়েছে আরও।
-দুটি ম্যাচেই তিনি প্রথম ইনিংসে রেকর্ড দুটি গড়েন। মিল রয়েছে আরও একটি।
-যেটা লারার কাম্য ছিল না মোটেও। দুটি ম্যাচের একটিতেও যে তার দল জিততে পারেনি। সে কারণেই পরের মিলটা তার কি একটু নিরানন্দে কাটেনি!
-এই মিলটা হল দুটিতেই তিনি ম্যাচসেরা।

এ ৪০০ রান আসে ৫৮২ বলে। ৪৩ চার এবং ৪টি ছক্কায়। স্ট্রাইক রেট ৬৮.৭২। লারার ইনিংসে ভর করে ৭৫১ রান তুলে ইনিংস ঘোষণা উইন্ডিজের। দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করার সুযোগই পাননি।
কোনো ইংলিশ বোলারই ওই ম্যাচে তার কাছে পাত্তা পাননি। তবে সবচেয়ে বেশি মারটা খেয়েছিলেন ম্যাথুউ হগার্ড। তার বিপক্ষে খেলা ৩৭ বলে লারা রান নেন ৫০। স্ট্রাইক রেট ১৩৫। হার্মিসনের ১০১ বলে ৩৮। ফ্লিনটফের ১১১ বলে ২৬। এ দুজন সামান্য সমীহ পান যদিও, বাকিরা সবাই খেয়েছেন পিটুনি। সায়মন জোনস ৮৭ বলে ৮৩, ব্যাটি ১৬১ বলে ১৩০ রান। লারাকে আউট করতে বল হাতে তুলে নিয়েছেন মাইকেল ভন ও ট্রেসকোথিকও। ভনের ৪৫ বল খেলে লারা রান নেন ৩৬। আর ট্রেসকোথিক ৪০ বলে দেন ২৭ রান। লারার এ ইতিহাসের সাক্ষী গেইল-সারওয়ান। এক প্রান্তে লারা রান উত্সব করছিলেন, অন্য প্রান্তে তা উপভোগ করেন গেইল-সারওয়ান ছাড়াও পাওয়েল এবং হাইন্ডস। লারার ৪০০ তাদের সঙ্গে চারটি পার্টনারশিপেই। যার মধ্যে সবচেয়ে বেশি অবদান সারওয়ানের।
সহজাত এক স্ট্রোক প্লেয়ার ছিলেন লারা। কবিতার মতো সব শট খেলতেন। ক্ষণজন্মা ক্রিকেটার লারার ব্যাটিং মানেই ছিল নান্দনিকতা! একপায়ে ভর দিয়ে খেলা পুল শটগুলো ছিল রীতিমতো চোখ ধাঁধানো। তার উইকেটে থাকা মানেই ছিল বাড়তি বিনোদন। পাঁচদিনের ম্যাচেও থাকত প্রাণের স্পন্দন!

Previous Post

শচীন রমেশ টেন্ডুলকার

Next Post

জয়ের ধারায় সেরেনা

Related Posts

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নেই ভিলিয়ার্স
নিউজ

দেখে নিন ভিলিয়ার্সের রঙীন ক্যারিয়ার

4
তৃতীয় ওয়ানডে দলে নেই আল আমিন
নিউজ

সুযোগের অপেক্ষায় আল আমিন

3
সফল অস্ত্রোপচার, শঙ্কা কাটল তামিমের
নিউজ

বদলে যাওয়া তামিমের গল্প

1
Next Post
জয়ের ধারায় সেরেনা

জয়ের ধারায় সেরেনা

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে বিশেষ কিছুর আশায় শান্ত

শান্ত কেন ছাড়লেন টি-টোয়েন্টির নেতৃত্ব

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটে দীর্ঘ এক বছরেরও বেশি সময় নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে সেই পথ আর পুরোপুরি...

রিশাদ ও নাহিদকে ফিরিয়ে আনছে বিসিবি

রিশাদ ও নাহিদকে ফিরিয়ে আনছে বিসিবি

by cricbdadmin
0
3

পাকিস্তান-ভারত সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। আজ রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা।...

লড়াই থামালো বৃষ্টি, সিরিজ জয় নিয়ে ফিরছে বাংলাদেশ

লড়াই থামালো বৃষ্টি, সিরিজ জয় নিয়ে ফিরছে বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিরিজের শেষ ম্যাচেও জয়ের পথে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অনবদ্য ব্যাটিংয়ে ভালো স্কোরের পথে এগিয়ে যাচ্ছিল...

নতুন ঠিকানায় নতুন স্বপ্নে সাব্বির

নতুন ঠিকানায় স্বপ্ন দেখছেন সাব্বির রহমান

by cricbdadmin
0
3

বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন নেই, সাম্প্রতিক ফর্মও আলো ছড়াতে পারেনি-তবুও হার মানেননি সাব্বির রহমান। দেশি ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ যখন...

উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান

ব্যাটেই ফেরার বার্তা দিচ্ছেন সোহান

by cricbdadmin
0
3

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র ৮ ইনিংসে ব্যাট করেছেন নুরুল হাসান সোহান, করেছেন ১৬৫ রান, গড় ৮২.৫০। যদিও ম্যাচ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল [email protected]

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist