এইতো আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের সেই বিশ্বসেরার লড়াইয়ের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের সেই দলে আছেন ৪৩ বছর বয়সী ব্রাড হগ। তিনিই হতে যাচ্ছেন বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এর আগে সবচেয়ে বেশি বয়সে খেলেছেন কেনিয়ার স্টিভ টিকোলো। গত নভেম্বরে শারজায় ৪২ বছর বয়সে কানাডার বিপক্ষে খেলতে নামেন তিনি ।
এছাড়া অজি দলে রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার ব্র্যাড হজ ও ব্র্যাড হ্যাডিন।
এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপেও দলে ছিলেন হগ। দলের অধিনায়ক যথারীতি জর্জ বেইলি।
দল
জর্জ বেইলি (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, ক্যামেরন হোয়াইট, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন, ব্র্যাড হজ, ব্র্যাড হগ, গ্রেন ম্যাক্সওয়েল, জেমস মুইরহেড, মিচেল জনসন, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার এবং শেন ওয়াটসন।
Discussion about this post