ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে দারুণ শুরু হল ব্রাজিলের। বৃহস্পতিবার স্বাগতিকরা গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে হারাল ক্রোয়েশিয়াকে। অথচ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল। তারা।
বিশ্বকাপের শুরুতেই জাদুকরী ফুটবল দিয়ে মুগ্ধ করলেন নেইমার। কোচ লুই ফেলিপে স্কোলারির সেরা অস্ত্র করেছেন দুটো গোল।
আরেনা সাও পাওলোতে পাঁচবারের চ্যাম্পিয়নরা ১১তম মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। ভুল করেন মার্সেলো। নিজের জালে বল পাঠিয়ে দেন তিনি!
২৯ মিনিটে স্বস্তি আসে ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। ২৩ গজ দূর থেকে গোল করে খেলায় সমতা ফেরান নেইমার। ৬৯তম মিনিটে রেফারি ইয়ুইচি নিশিমোরার ‘বিতর্কিত’ সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার পথ করে দেয় ব্রাজিলকে। ডি বক্সে লোভের্নের হালকা ধাক্কাতেই পড়ে যান ফ্রেড। ক্রোয়াট ডিফেন্ডারকে হলুদ কার্ড ও পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চাতুর্যতা নিয়ে স্পটকিকে গোল করেন নেইমার (২-১)।
দলের পক্ষে শেষ গোলটি করেন অস্কার। গ্রুপ এ’-এর পয়েন্ট তালিকায় শুরুতেই শীর্ষে উঠে গেল ব্রাজিল।
এই ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হয় ২৫ মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
Discussion about this post