ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থে ক্রিকেট তার কাছে নেশা। শুধু রুটি-রুজি নয়। ক্রিকেট তার ধ্যান-জ্ঞান। এ কারণেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। জিম আর অনুশীলনে যাকে সবচেয়ে বেশি সময় দিতে দেখা যায়। যে কারণে মাঠের লড়াইয়ে ব্যাট হাতে পারফরম্যান্সেও সবচেয়ে ধারাবাহিক তিনি।
ক্রিকেটকে মনে-প্রাণে ভালোবাসলেও একটা সময় তার হৃদয় জয় করে নিয়েছিল অন্য কোনো খেলা। অবাক লাগছে তাই না? অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এটাই সত্য। একটা সময় ব্যাডমিন্টনই মুশফিককে কাছে টানতো। পরে বিকেএসপি’তে ভর্তি হওয়ার সময় বেছে নেন ক্রিকেট। সেটাই এখন তার নেশা ও পেশা।
ভক্ত-সমর্থকদের সঙ্গে আড্ডা দিতে তামিম ইকবালের সঙ্গে প্রথমবারের মতো ইনস্টাগ্রাম লাইভে এসে তেমনটাই জানালেন দেশের সফলতম উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক, ‘আসলে ক্রিকেটের চেয়ে বেশি প্রিয় ছিল ব্যাডমিন্টন। কিন্তু তখন বিকেএসপি’তে ব্যাডমিন্টনের সুযোগ-সুবিধা ছিল না। ক্রিকেট ও ফুটবল দুটিতেই চান্স পেয়েছিলাম। পরে ক্রিকেটকে বেছে নিই। লারা আমার খুব প্রিয়, তার মতো ব্যাটিং করতে ইচ্ছে হতো।’
মুশফিক হতে চেয়ে ছিলেন পেসার। বল করতেন ইংলিশ পেসার স্টিভ হার্মিসনের মতো। পরে উইকেটকিপিং বেছে নেন। আড্ডার ফাঁকে তামিম ক্রিকেট অনুরাগীদের দেন সেই অজানা তথ্যটি, ‘অনেকে জানে না তুই (মুশফিক) পেস বোলিং করতি। তোর বোলিং স্টাইল ছিল স্টিভ হার্মিসনের মতো।’
প্রাণঘাতি ভাইরাস করোনার তহবিল গড়তে বাংলাদেশকে উপহার দেওয়া প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলছেন মুশফিক। খুব শিগগিরই একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে হবে তার প্রিয় ব্যাটটির নিলাম। নিলামে বিড করবেন তামিম ইকবালও। সামর্থ্যের মধ্যে থাকলে মুশফিকের ব্যাটটি কিনে নিতে চান দেশসেরা এই ব্যাটসম্যান।
সেই ২০১৮ সালে এশিয়া কাপে চোট নিয়ে তামিম ইকবাল এক হাতে ব্যাট করতে মাঠে নামেন। সেদিন পাঁজরে ইনজুরি নিয়ে মুশফিক সংগ্রহ করেন ১৪৪ রান। প্রিয় বন্ধুর এমন দুরন্ত পারফরম্যান্সের রহস্যটা জানান তামিম, ‘সেদিন বাংলাদেশ খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে, আর মুশফিক খেলছিল (চন্ডিকা) হাথুরুসিংহের বিপক্ষে!’ মুশফিক হাসিমুখে বিষয়টা উড়িয়ে দেন, ‘না না, ওরকম কিছু না।’
মুশফিকের জয়গান গেয়ে তামিম বলেন, মুশফিক যেভাবে পরিশ্রম করেন, তাতে করে বাংলাদেশের সবার জন্য অনুকরণীয় হতে পারেন তিনি। অনেকগুলো এসএস ব্যাট কিনে রেখেছেন কিন্তু খেলতে পারছেন না। তাই মুশফিকের ভাবনা, ব্যাটগুলো কান্না করছে। আসলে কান্না করছে মুশফিকের ক্রিকেটীয় মন! আর বসে থাকতে মন চাইছে না!
Discussion about this post