করোনা ও বৃষ্টির শঙ্কা নিয়েই শুরু হয়েছিল এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। জৈব সুরক্ষা বলয় বাঁচিয়ে রাখছে করোনা থেকে। কিন্তু বৃষ্টি থেকে মুক্তি মিলছে না। এর মধ্যে অবশ্য শেষ হয়েছে তিন রাউন্ড। কিন্তু মাঠের ক্রিকেটে তেমন চার-ছক্কার ঝড় দেখা মিলছে না। তবে বোলাররা বল হাতে পাচ্ছেন সাফল্য।
এবারের ডিপিএলে এখন অব্দি সর্বোচ্চ ১৪২ রান করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাসামুল হক। একশর বেশি রান করতে পেরেছেন রাকিন আহমেদ, মিজানুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
বল হাতে ৩ ম্যাচে ৮.৫০ গড়ে ৮ উইকেট নিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের মতো ক্লাব ক্রিকেটেও সফল তিনি। ৩ ম্যাচে ৪টি করে ক্যাচ নিয়েছেন রেজাউর রহমান রাজা, তামিম ইকবাল, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
ডিপিএলে এখন পর্যন্ত সেরা ১০ ব্যাটম্যান
ব্যাটসম্যান রান
তাসামুল হক – ১৪২
রাকিন আহমেদ – ১৩২
মিজানুর রহমান – ১২৫
পারভেজ হোসেন ইমন – ১০৬
আব্বাস মুসা – ৯৮
তামিম ইকবাল – ৯৮
মাহমুদুল হাসান জয় – ৯৩
জুনায়েদ সিদ্দিকী – ৮৯
তানজিদ হাসান তামিম – ৮৫
মোহাম্মদ আশরাফুল – ৮৩
ডিপিএলে এখন পর্যন্ত সেরা ১০ বোলার
বোলার উইকেট
মুস্তাফিজুর রহমান – ৮
তানভির ইসলাম – ৭
তাসকিন আহমেদ – ৫
শরিফুল্লাহ – ৫
এনামুল হক জুনিয়র – ৫
মাহমুদউল্লাহ রিয়াদ – ৫
নাঈম হাসান – ৫
আবু জায়েদ রাহি – ৫
সৈয়দ খালেদ আহমেদ – ৫
সাকিব আল হাসান – ৫
Discussion about this post