ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা সংকটে অনেক ক্রীড়াবিদরাই বিভিন্নভাবে টাইমলাইনে রাখছেন নিজেদের। তবে এদের মধ্যে নিজেকে আলাদাভাবে চেনাচ্ছেন তামিম ইকবাল। জানাচ্ছেন ক্রিকেটার, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের চেয়েও তিনি অনেক বেশি কিছু। ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজেকে ক্রিকেট বোর্ডের সভাপতির আসনে দেখতে চান তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার ও নতুন ওয়ানডে অধিনায়ক নিজেই এমনটা বলেছেন।
রোববার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এর সঙ্গে লাইভ আড্ডায় ‘স্লগ ওভার’ পর্বে ২৫টি প্রশ্ন ছুড়ে যায় তামিমের দিকে। যার একটি ছিল- ‘খেলা শেষে কী হতে চান? আপনার কাছে তিনটি অপশন…। কোচ, ধারাভাষ্যকার এবং ক্রিকেট বোর্ডের পরিচালক।’ তামিম উত্তরে বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলতে পারেন… ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।’ অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখা যেতেই পারে তামিমকে।
দিন কয়েক আগে তামিম পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’- এ যুক্ত হয়েছিলেন। সেখানে রজিম তামিমের কাছে জানতে চান, আর কতদিন খেলবেন? উত্তরে তামিম বলেন, ‘আমার মনে হয় আমি মাঝামাঝি আছি। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমি আরও ৬ বছর খেলতে পারব।’
Discussion about this post