ব্যাপারটা রীতিমতো বিস্ময়কর তো বটেই। মুমিনুল হক ব্যাটার হিসেবেই পরিচিত। কিন্তু এবার বল হাতেও দেখালেন চমক। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ বোলিংয়ের কারণে ম্যান অব দা ম্যাচ হলেন। ব্যাট হাতেও অবশ্য ছোট্ট একটি কার্যকর ইনিংস খেলেছেন। মুমিনুলের অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি মোহাম্মদ মিঠুনের দারুণ ইনিংস জয় এনে দেয় আবাহনী লিমিটেডকে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারায় আবাহনী। ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে ২০০ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।
গাজী গ্রুপের হয়ে এনামুল হক ৬৮ রান করেন। তবে আবাহনীর হয়ে মুমিনুল ৬.১ ওভারে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন।
রান তাড়ায় আবাহনীর হয়ে নাজমুল হোসেন শান্ত ৪৩, মিঠুন ৭৬ ও মুমিনুল ২৪ রান করেন। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ: ৩৫.১ ওভারে ১৯৯ (এনামুল ৬৮, ওয়াসি ৪২; মুমিনুল ৪/৩৮)
আবাহনী: ৩৫ ওভারে ২০০/৮ (মিঠুন ৭৬, শান্ত ৪৩, মুমিনুল ২৪; পারভেজ ৩/৪৬)
ফল: আবাহনী ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুমিনুল হক
Discussion about this post