ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটে-বলে দারুণ দাপট দেখালেন নাজমুল হোসেন শান্ত। তার পাশাপাশি রান পেলেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে ১৩২ রানে জয় তুলে নেয় আবাহনী।
বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার ২৬২ রানের জবাবে নেমে ৩২.৫ ওভারে ১৩০ রানে অলআউট খেলাঘর। আট ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সমান ম্যাচে সপ্তম হারে সবার নিচে খেলাঘর।
৪৯ বলে সাত চারে ৪৯ রান করেন সাব্বির। ৯ চারে ৬০ রান আসে শান্তর ব্যাটে। মিরাজ ৫৪ বলে দুই চার ও এক ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। রবিউল ৬৪ রানে নেন পাঁচ উইকেট।
এরপর বল হাতে ৩৬ রানে ৪ উইকেট নেন আবাহনীর স্পিনার সানজামুল। নাজমুল ইসলাম শান্ত ও মিরাজ নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৪৮.৪ ওভারে ২৬২ (জহুরুল ২৫, সৌম্য ১২, শান্ত ৬০, সাব্বির ৪৯, মোসাদ্দেক ১১, মিরাজ ৪৭, মুনীম ১৬, মাশরাফি ৪, সানজামুল ১৩, নাজমুল ৬, আরিফুল ২*; রবিউল ৫/৬৪, হালিম ০/৪৬, ইফরান ৩/৪২, মাসুম ১/৩৯, মইনুল ০/৩৭, রবি ১/২৮)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৩২.৫ ওভারে ১৩০/১০ (রবি ০, কমল ৩২, মাহিদুল ২২, মেনারিয়া ৮, ইফতেখার ৩৬*, নাজিম ১০, মইনুল ২, মাসুম ০, রবিউল ৪, হালিম ২, ইফরান ০; আরিফুল ১/১৭, মাশরাফি ০/২৪, নাজমুল ২/১৪, সানজামুল ৪/৩৬, মিরাজ ২/১৮, মোসাদ্দেক ১/৯, সৌম্য ০/১২)
ফল: আবাহনী ১৩২ রানে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post