ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের মিনি রঞ্জি বলে পরিচিত ক্যাপ্টেন কে থিমাপ্পাইয়া সর্বভারতীয় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে বিসিবি একাদশ। সোমবার বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন সফরকারী দলের বোলাররা। তিন পেসার শহিদুল ইসলাম, আরিফুল হক ও ইবাদত হোসেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তছনছ করে দেন। ৭৯ রানে অলআউট হয় কেএসসিএ সেক্রেটারি একাদশ।
তারপর জবাবে নেমে সাদমান ইসলামের ফিফটিতে প্রথম দিন শেষে সোমবার ৩ উইকেটে ১৩৫ রান করেছে বিসিবি একাদশ। চারদিনের ম্যাচে ৫৬ রানের লিড নিয়েছে মুমিনুল হকের দল। যদিও অধিনায়ক মুমিনুলও (১০) তেমন কিছুই করতে পারেন নি। তবে এরপরই তৃতীয় উইকেটে লড়াই করেন সাদমান ও জহুরুল। ৯ চার ও এক ছক্কায় ৯৩ বলে ৫৯ রান করেন সাদমান।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে জহুরুল ইসলাম ২৮ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রানে অপরাজিত আছেন।
তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম এই ম্যাচ খেলার আগেই শ্রীলঙ্কার পথ ধরেছেন। জাতিয় দলে ডাক পেয়েছেন এই দুই বোলার। যদিও শহিদুল, ইবাদত ও আরিফুল তাদের অভাবটা বুঝতে দিলেন না। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৮ রান তুলেন কেএস দেবাইয়া।
২০ রানে ৫ উইকেট শিকার করেন শহিদুল। ২২ রানে ৩ উইকেট নেন আরিফুল। ইবাদত নিয়েছেন ৩৬ রানে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
কেএসসিএ সেক্রেটারি একাদশ ১ম ইনিংস: ৪১ ওভারে ৭৯/১০ (অর্জুন ১২, রোহান ১, শিভম ০, নাগা ২, অভিনব ১২, প্রভিন ১৬, বিনয় ৭, কার্তিক ০, দেবাইয়া ১৮, আনন্দ ৮, বিদওয়াথ ১*; শহিদুল ৫/২০, ইবাদত ২/৩৬, আরিফুল ৩/২২)
বিসিবি একাদশ ১ম ইনিংস: ৪৪ ওভারে ১৩৫/৩ (সাইফ ৩, সাদমান ৫৯, মুমিনুল ১০, জহুরুল ২৮*, শান্ত ২৭*; দেবাইয়া ১/৩১, বিদওয়াথ ১/৪৫, আনন্দ ১/১৫)
Discussion about this post