ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের সঙ্গে আরও বেশি দক্ষ হয়ে উঠছেন তিনি। ব্যাটে-বল দুটোতেই ম্যাজিক দেখাচ্ছেন তিনি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৬ রান তুলে শিকার করেছেন চার উইকেট। তার নৈপুণ্যেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে লিড নেওয়ার পথে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।
দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার তুলেছে ৪ উইকেটে ১০১। প্রমোদ মাদুওয়ান্থা ২১ ও আশেন বান্দারা ২৩ রানে বৃহস্পতিবার সকালে ব্যাট করতে নামবেন। এখনো ৬ উইকেট হাতে নিয়ে ২৫৯ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৩৬০ রান তুলেছিল বাংলাদেশ।
এদিন বল হাতে চমক দেখালেন অফ স্পিনার নাঈম। ৪ উইকেট নিতে খরচ করেন ৩১ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালেই তারা হারায় নাজমুল হোসেন শান্তর উইকেট। ১৩৩ রান করে ফেরেন অধিনায়ক। এরপর ৪৯ রান তুলে ফেরেন জাকির। ৭২ বলে ৩৬ রান আসে নাঈমের ব্যাট থেকে।
শ্রীলঙ্কার মেন্ডিস ৪ উইকেট শিকার করেন ৭৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ১ম ইনিংস: (আগের দিন ২৩৩/৪) ১৩৫.৪ ওভারে ৩৬০ (শান্ত ১৩৩, জাকির ৪৯, মাহিদুল ৪, নাঈম ৩৬, ইয়াসিন ১২, তানভীর ১৬*, শফিকুল ১; ফার্নান্দো ২৫-৩-৭৪-২, পেরেরা ২৭-৮-৬২-২, করুনারত্নে ২৫-৪-৫৫-০, নিশান ৩০-৩-৭৬-১, মেন্ডিস ২৮.৪-২-৭৩-৪)
শ্রীলঙ্কা ইমার্জিং দল ১ম ইনিংস: ৩৮ ওভারে ১০১/৪ (নিসানকা ১৬, কুরে ৬, আসালঙ্কা ১৮, ভানুকা ১১, মাদুওয়ান্থা ২১*, বান্দারা ২৩*; ইয়াসিন ৭-১-১৫-০, শফিকুল ৯-১-৩৫-০, নাঈম ১৬-৭-৩১-৪, তানভীর ৪-২-৯-০, আফিফ ২-১-৬-০)
Discussion about this post