এখন দলের সঙ্গে দুবাইয়ে থাকার কথা ছিল তার। যদিও আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তাইতো ক্যারিবিয়ান ক্রিকেট লিগেই (সিপিএল) আছেন সাকিব আল হাসান। এই মিশনে প্রথম দুটো ম্যাচে ঠিকঠাক চেনা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে।
কিন্তু সিপিএলের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতা উড়িয়ে এবার সাকিব ফিরলেন চেনা ছন্দে! তৃতীয় ম্যাচে গায়ানা ওয়ারিয়র্সের হয়ে ব্যাটে তুললেন ঝড়! রোববার ২৫ বলে ৩৫ রান করলেন তিনি। এরপর ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
সাকিবের এমন সাফল্যের ম্যাচে বলিউড মহাতারকা শাহরুখ খানের দল ত্রিনবাগোর বিপক্ষে গায়ানা জিতেছে ৩৭ রানে। ম্যাচসেরা সাকিব! সাকিব।
রোববার গায়ানার প্রভিডেন্ট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান করে গায়ানা। ৩৫ রান করার পথে ১৪০ স্ট্রাইক রেটে সাকিবের ইনিংসে ছিল ৪ চার ও ১ ছয়। সর্বোচ্চ ৪২ বলে ৬০ রান তুলেন রহমানউল্লাহ গুরবাজ।
এরপর বল হাতেও সাফল্য পেলেন সাকিব। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা মন্দ হচ্ছে না বাঙলাদেশ অধিনায়কের।
এ অবস্থায় এই জয়ে এক ম্যাচ বাকি রেখে প্লে অফে খেলাও নিশ্চিত করেছে সাকিবের গায়ানা। প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।
Discussion about this post