ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্টের আগে প্রস্তুতি পর্বের প্রথম দিনটা বেশ ভাল কাটল ওয়েস্ট ইন্ডিজের। বিশেষ করে ব্যাটিং অনুশীলনটা বেশ ভালই হল সফরকারীদের। চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বিসিবি একাদশের বোলারদের সঙ্গে লড়াইটা বেশ জমেছে। হাফসেঞ্চুরি পেয়েছেন শাই হোপ ও কাইরন পাওয়েল।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আলোকস্বল্পতায় একটু আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। যেখানে ৬ উইকেটে ৩০৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের শুরুতেই চেপে ধরে টাইগাররা। ক্রেইগ ব্র্যাথওয়েটকে সাজঘরে পাঠান শফিউল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটে হোপ-পাওয়েলের শতরানের জুটিতে শুদাপটে এগিয়ে যায় তারা। এরপর শাই হোপ ও কিয়েরন পাওয়েল দৃশ্যপট পাল্টে দেন। হোপ ব্যক্তিগত ১১২ বলে ৮৮ রানে স্বেচ্ছা অবসরে গেলে ভাঙে ১৬৩ রানের জুটি। আর পাওয়েল ফিরেন ৭২ রানে।
দলীয় ২০০ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। এরপর রোস্টন চেজ ও শিমরন হেটমায়ার পথ দেখান দলকে। হেটমায়ারকে ২৪ রানে ধরেন সাজঘরের পথ। আর রোস্টন ৯৭ বলে ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৮৬.৩ ওভারে ৩০৩ রান যোগ করলে আলো স্বল্পতার জন্য প্রথম দিনের খেলা শেষ করেন দুই আম্পায়ার।
প্রথম দিন ৮৬.৩ ওভারের ৪৭.৩ ওভার বোলিং করেছেন তিন স্পিনার নাঈম, রিশাদ ও মাহমুদ। ২৭ ওভার বল করে ১০৪ রানে ২ উইকেট নিয়েছেন নাঈম। শফিউল, রাব্বি, সৌম্য, রুবেল নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৬.৩ ওভারে (ব্র্যাথওয়েট ৬, পাওয়েল ৭২, হোপ আহত অবসর ৮৮*, আমব্রিস ১৭, চেইস ৩৫, হেটমায়ার ২৪, ডাওরিচ ২৪, রেইফার ১৪*, পল ১৮*; শফিউল ১/২৩, রুবেল ১/৪০, ইবাদত ০/৩৬, রবিউল ০/২১, নাঈম ২/১০৪, রিশাদ ০/৫৫, মাহমুদ ১/১১, সৌম্য ১/১০)
Discussion about this post