আগের দুই ম্যাচে ভরাডুবি হয়েছে তাদের। তেমন লড়তেই পারেনি নিউজিল্যান্ড। অনায়াস জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পায়নি টাইগাররা। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে নিজেদের সেই ফাঁদে শেষ মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৫২ রানের বড় জয়ে ম্যাচ জিতে সিরিজের উত্তেজনা টিকিয়ে রাখল কিউইরা।
মিরপুরের শেরেবাংলায় এদিন টস ভাগ্যটাও ছিল নিউজিল্যান্ডের। শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টম লাথাম। তার সেই পরিকল্পনাটা ভুল ছিল না। কিউইরা ২০ ওভারে ৫ উইকেটেই করে ১২৮ রান। জবাব দিতে নেমে হতাশ করেন ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে চেনা গেলো না সাকিব আল হাসান-মাহমুদউল্লাহদের। দল অলআউট ১৯.৪ ওভারে ৭৬ রানে। টি-টুয়েন্টিতে এটি যৌথভাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ৭০, ৭৬, ৭৬, ৭৮-এই ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন চারটি স্কোরই নিউজিল্যান্ডের বিপক্ষে।
এর আগে দিনের আলোতে বেশ ভাল বল করেছেন টাইগাররা বোলাররা। তাদের যা একটু ভুগিয়েছেন টম ব্লান্ডেল ও হেনরি নিকলস। ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। ৫৫ বলে দুই জনে গড়েন ৬৬ রানের জুটি।
৬২ রানে ৫ উইকেট হারায়। তারপরই কিউইদের পথ দেখান তারা। ৩০ বলে তিন চারে ৩০ রান করেন ব্লান্ডেল। ২৯ বলে তিন চারে ৩৬ রান নিকলসের।
পেসার মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট। চার ওভারে ২৯ রান দিয়ে মুস্তাফিজুর রহমান নেন ১ উইকেট।
জবাবে নেমে ব্যাটসম্যানরা ফ্লপ। টাইগারদের হয়ে যা একটু লড়াই করলেন মুশফিকুর রহিম। অন্যরা সঙ্গও দেননি তাকে। শূন্য রানে ফেরেন দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও আফিফ হোসেন। দুবার করে জোড়া উইকেট হারায় দল। শেষ অব্দি মুশফিক অপরাজিত ২০ রানে। মুশফিক ছাড়া মাত্র দুই জন ব্যাটসম্যান দুই অংঙ্ক ছাড়িয়ে যান।
সফল নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (অ্যালেন ১৫, রবীন্দ্র ২০, ইয়াং ২০, ডি গ্র্যান্ডহোম ০, ল্যাথাম ৫, নিকোলস ৩৬*, ব্লান্ডেল ৩০*; মেহেদি ৪-০-২৭-১, নাসুম ২-০-১০, মুস্তাফিজ ৪-১-২৯-১, সাকিব ৪-০-২৪-০, সাইফ ৪-০-২৮-২, মাহমুদউল্লাহ ২-০-১০-১)।
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬/১০ (নাঈম ১৩, লিটন ১৫, মেহেদি ১, সাকিব ০, মুশফিক ২০*, , মাহমুদউল্লাহ ৩, আফিফ ০, সোহান ৮, সাইফ ৮, নাসুম ১, মুস্তাফিজ ; ডাফি ৪-০-১৪-০, এজাজ ৪-০-১৬-৪, ম্যাকনকি ৪-০-১৫-৩, রবীন্দ্র ৪-০-১৩-১, কুগেলাইন ৩-০-১৪-১, ডি গ্র্যান্ডহোম ০.৪-০-২-১)।
ফল: নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা: এজাজ প্যাটেল।
Discussion about this post