ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পথচলা শুরু হয়েছে বাংলাদেশ দলের। কিন্তু ইন্দোর টেস্টের প্রথম দিনই নাজেহাল টাইগার শিবির। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে ব্যাকফুটে টিম টাইগার্স। হোলকার স্টেডিয়ামে বৃহস্পতিবার দিন শেষে ১ উইকেটে ৮৬ রান তুলেছে ভারত।
মায়াঙ্ক আগারওয়াল ৩৭ ও চেতেশ্বর পুজারা ৪৩ রানে ব্যাটিংয়ে আছেন। প্রথম দিন ভারত পিছিয়ে আছে ৬৪ রানে, হাতে আছে ৯ উইকেট।
টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাট করা যে কোন দলের জন্যই কঠিন। এ কারণে ইন্দোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম শুরুটা করেছিলেন নড়বড়ে। কোন বলেই ঠিক স্বাচ্ছন্দবোধ করছিলেন না তারা। এর মাশুলও দুই ব্যাটসম্যান দেন দ্রুত। উমেশ যাদবের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দেন ইমরুল। এর পরপরই সাদমান উইকেটের পেছেনে ক্যাচ দেন ইশান্ত শার্মার বলে। শুরুর এ ধাক্কা কাটিয়ে ওঠায় চেষ্টায় ছিলেন মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিম। একটু একটু করে উইকেটে জমে যাওয়ার চেষ্টাও ছিল। রানও আসছিল এক–দুই করে। কিন্তু ১৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। মোহাম্মদ শামির বলে এলবিডব্লু হয়ন মিথুন।
এরপর মুশফিকুর রহিম-মুমিনুল হক বিপর্যয় সামলে কোনোভাবে এগিয়ে চলেন। কিন্তু সে চলাটাও হলো অনেক কাঠখড় পুড়িয়ে। মুশফিক দুবার রাহানে আর কোহলির হাতে ক্যাচ দিয়ে বাঁচলেও নিজের ইনিংস বড় করতে পারেননি। ৪৩ রান করেন ফেরেন তিনি। এদিকে স্লিপে রাহানের হাতে মুমিনুল বেঁচে করতে পারেন ৩৭ রান। দুজন চতুর্থ উইকেট জুটিতে করেন ৬৮ রান।
দলের ব্যাটিং বিপর্যয়ে মাহমুদউল্লাহ শুরু থেকেই চেয়েছিলেন বড় শট খেলে প্রতিপক্ষের ওপর চড়াও হতে। এজন্য রাহানের হাতে ক্যাচ দিয়ে ‘জীবন’ পেয়েছিলেন তিনি। কিন্তু এগোতে পারলেন না খুব বেশি দূর। রবিচন্দ্রন অশ্বিনকে দৃষ্টিকটুভাবে সুইপ করতে গিয়ে আউট ১০ রানে। এরপর বলার মতো লিটন দাস চারটি হাঁকিয়ে বিদায় নেন। বাংলাদেশও অলআউট ১৫০ রানে।
মোহাম্মদ সামি ২৭ রানে নিয়েছেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ , ইবাদত ; ইশান্ত ১২-৬-২০-২, উমেশ ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০)।
ভারত ১ম ইনিংস: ২৬ ওভারে ৮৬/১ (মায়াঙ্ক ৩৭*, রোহিত ৬, পুজারা ৪৩*; ইবাদত ১১-২-৩২-০, আবু জায়েদ ৮-০-২১-১, তাইজুল ৭-০-৩৩-০)।
Discussion about this post