রঙের উৎসব, ঢাকের বাজনা, পান্তা-ইলিশ আর মুখে মুখে শুভ নববর্ষের শুভেচ্ছা—বাংলা নববর্ষ মানেই তো এমনই এক বর্ণিল দিন। কিন্তু দেশের ক্রিকেটারদের জন্য পহেলা বৈশাখ মানে আজ একটু অন্যরকম। তারা সকালটা শুরু করেছেন ব্যাট-প্যাড হাতে, ঘাম ঝরিয়ে। উৎসবের রঙ নয়, তাদের মন রাঙানো প্রস্তুতির তাড়নায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে, মঞ্চ টেস্ট ক্রিকেট। সেই সিরিজ সামনে রেখেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৩ এপ্রিল শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প।
প্রথম দিনেই হাজির হয়েছিলেন শান্ত, তাইজুল, মুশফিক, মুমিনুল, খালেদ, হাসান, অঙ্কন ও নাহিদ রানা। আর নববর্ষের এই বিশেষ দিনেই পুরো স্কোয়াড একত্রিত হলো অনুশীলনে। জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ সবাই মাঠে। কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন এবং পুরো কোচিং প্যানেলও ছিলেন দৃশ্যপটে।
১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল সিলেটে প্রথম টেস্ট, আর দ্বিতীয়টি ২৮ এপ্রিল চট্টগ্রামে।
বাংলা নববর্ষের সকালটাই যেন টাইগারদের জন্য হয়ে উঠেছে নতুন শুরুর প্রতীক।
Discussion about this post