বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অনুপস্থিতি যতটা আলোচনার জন্ম দিয়েছে, তার ফ্র্যাঞ্চাইজি ব্যস্ততা ঠিক ততটাই আলো টানছে আন্তর্জাতিক অঙ্গনে। দেশের জার্সি গায়ে অনেকদিন দেখা না গেলেও বিভিন্ন লিগে খেলার ব্যস্ততায় থামেননি এই অলরাউন্ডার।
এই মুহূর্তে তিনি মাঠে নামছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। সেখান থেকে সরাসরি গন্তব্য কানাডা। আগামী ৮ অক্টোবর শুরু হবে নতুন টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটি লিগ। টি–টেন ফরম্যাটের এই আসরে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব।
মন্ট্রিয়েলের হয়ে এবার সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন অ্যান্ড্রু টাই, ইসুরু উদানা, টম মুরস, জশ ব্রাউনদের মতো নাম। অন্যদিকে পুরো টুর্নামেন্টে অংশ নিচ্ছেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজাসহ বহু আন্তর্জাতিক তারকা। ফলে প্রতিযোগিতা হবে ভীষণ জমজমাট।
এর আগেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ কিংবা সিপিএল-প্রায় প্রতিটি বড় লিগেই তার উপস্থিতি নিয়মিত। এমনকি সামনে যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও তার খেলার সম্ভাবনা আছে।
জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি। রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত ব্যস্ততায় দেশে ফেরাও হয়নি অনেক দিন।
Discussion about this post