ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব মিলিয়ে বিশ্বকাপ মিশনটা ভাল কাটেনি বাংলাদেশ দলের। তিন জয়ের বিপরীতে ৫ হার। হতাশা নিয়েই দেশে ফিরেছে টাইগাররা। চাকরি হারিয়েছেন হেড কোচ স্টিভেন রোডস। তবে জীবন তো আর থেমে থাকে না। থেমে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা। এখন র্যাংকিংয়ে উন্নতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের।
চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সেখান থেকেই চোখ থাকছে র্যাংকিংয়ে উন্নতিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হাসান পাপন তেমনটা জানালেন, ‘এখন আমাদের লক্ষ্য চার-পাঁচে উঠে আসা। এতোদিন ছিল সাত-আট। এই চার-পাঁচে উঠে আসতে যা যা প্রয়োজন তাই করব আমরা।’
ওয়ানডে র্যাংকিংয়ের উন্নতিতে চোখ থাকলেও এখন থেকেই আগামী বছর শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়েও ভাবছে বিসিবি। পাপন বলেন, ‘শুধু নতুন একজন কোচের দিকে তাকিয়ে থাকা যাবে না। এখন আমাদের ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা করবো ভেবে-চিন্তেই করবো আর যাকে দিয়ে কাজ হবে তাকেই নেবো।’
প্রধান কোচ স্টিভ রোডসকে ছাঁটাই করেছে বিসিবি। এই পদে কে আসবেন এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, ‘সেটা এখনই বলা যাচ্ছে না। তবে নতুন-পুরনোর ব্যাপার না। আমরা এখন থেকে চার-পাঁচ নম্বরে উঠতে চাই এবং টি-টুয়েন্টি বিশ্বকাপেও ভালো করতে চাই। যে ফরম্যাটে আমরা কোনো সময়ই ভালো খেলি না। এখন আমাদের লক্ষ্য উপরে ওঠা এবং টি-টুয়েন্টি ফরম্যাটে ভালো খেলা। এ জন্য যপাকে প্রয়োজন তাকে নেবো।’
Discussion about this post