ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে সেই পুরনো ছন্দ ফিরে পেতে লড়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন কাটার মাস্টার। পাশের দেশ ভারতের গড়া এশিয়া কাপের সেরা দলে জায়গা করে নিয়েছেন। অবশ্য এটা তার সাফল্যের স্বীকৃতি। এবারের টুর্নামেন্টে উইকেট শিকারে তিনিই শীর্ষে।
বাংলাদেশের পটেসার মুস্তাফিজ ১০ উইকেট নিয়ে আছেন তালিকার শীর্ষে।
দ্য ফিজ ৬ ম্যাচ খেলে ১০ উইকেট তুলে নিয়েছেন। সমান ১০ উইকেট ভারতের কুলদ্বীপ যাদব আর আফগানিস্তানের রশিদ খানের। অবশ্য দু’জনই টাইগার বোলারের চেয়ে বেশি রান খরচ করেছেন।
৭ উইকেট নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন ফাইনাল মিস করা সাকিব আল হাসান।
এদিকে ব্যাটসম্যানদের মধ্যে ৫ ম্যাচ খেলে ৩০২ রান করে তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের এই ব্যাটসম্যান ৬০.৪০ গড়ে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেন। টুর্নামেন্টে এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস অবশ্য (১৪৪) খেলেছেন মুশফিকই।
এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ): উইকেট – ১০, সেরা বোলিং – ৪/৪৩
রশিদ খান (আফগানিস্তান): উইকেট – ১০, সেরা বোলিং – ৩/৪৬
কুলদ্বীপ যাদব (ভারত): উইকেট – ১০, সেরা বোলিং – ৩/৪৫
জাসপ্রিত বুমরাহ (ভারত): উইকেট – ৮, সেরা বোলিং – ৩/৩৭
সাকিব আল হাসান (বাংলাদেশ): উইকেট – ৭, সেরা বোলিং – ৪/৪২
Discussion about this post