দ্বিতীয় ইনিংসে দারুণ লড়ে যাচ্ছে ইংল্যান্ড। টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে মহাবিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এগার নম্বর ব্যাটসম্যান অ্যাস্টন অ্যাগার। অস্ট্রেলিয়ার রান গিয়ে ঠেকেছিল ২৮০-তে। প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকার চাপ থেকে কাল বেরিয়ে আসার প্রচণ্ড চেষ্টা ছিল ইংলিশ ব্যাটসম্যানদের। তাতে অনেকটাই সফল তারা। শুক্রবার টেস্টের তৃতীয় দিন শেষে তাদের রান ৬ উইকেট হারিয়ে ৩২৬। ৯৫ রান নিয়ে উইকেটে ইয়ান বেল। সঙ্গে ৪৭ রান নিয়ে লড়ছেন স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের লিড ২৬১ রানের।
আগের দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৬০। প্রথম ইনিংসে ৬৫ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে যায় ১৫ রানে। অধিনায়ক কুক ৩৭ ও কেভিন পিটারসেন ৩৫ রানে ছিলেন অপরাজিত। এ জুটি নিয়ে আশা দেখেছিলেন ইংলিশরা। ট্রেন্টব্রিজে তৃতীয় দিনের সকালে ভালো খেলে বড় ইনিংস খেলারও ইঙ্গিত দিয়েছিলেন তারা। হাফ সেঞ্চুরি পূরণ করলেন কেভিন পিটারসেন। কিন্তু এরপর বেশিদূর যেতে পারলেন না। ৬৪ করে প্যাটিনসনের বলে ফিরে যান পিটারসেন। জুটি ভাঙল ১১০ রানের। হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ায় কুকের জুড়ি নেই। কিন্তু এদিন পারলেন না। ঠিক ৫০ করে আউট হয়ে গেলেন অ্যাস্টন অ্যাগারের বলে। ৪ উইকেটে ১৫৭ রান নিয়ে লাঞ্চে যায় ইংল্যান্ড। লাঞ্চের কিছু পর ১৫ রানে এ অ্যাগারই ফিরিয়ে দেন জনি বিয়ারস্টোকে।
সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ২১৫/১০ ও ২য় ইনিংস : ৩২৬/৬ (কুক ৫০, পিটারসেন ৬৪, বেল ৯৫, ব্রড ৪৭; অ্যাগর ২/৮২)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৮০/১০
Discussion about this post