ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেলেন তারা তিনজন। ২০১৬-১৭ মৌসুমে ঘোষিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড বেড়েছে চেতশ্বর পুজারা, রবিন্দ্র জাদেজা ও মুরালি বিজয়ের। জাদেজা গ্রেড ‘সি’ থেকে এ গ্রেডে উঠে এসেছেন। পুজারা ও বিজয় গ্রেড ‘বি’ তে রয়েছেন।
একইসঙ্গে ক্রিকেটারদের বার্ষিক আয়ের পরিমাণও দ্বিগুণ করেছে ভারতীয় বোর্ড। গ্রেড ‘এ’ তে থাকা ক্রিকেটাররা বার্ষিক ২ কোটি রুপি করে পাবেন। গ্রেড ‘বি’ ও গ্রেড ‘সি’ তালিকাভুক্ত ক্রিকেটাররা যথাক্রমে ১ কোটি রুপি এবং ৫০ লাখ রুপি করে পাবেন। ৩২ জন ক্রিকেটারকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটাররা বেতন ছাড়াও প্রতিটি টেস্টের জন্য ১৫ লাখ, ওয়ানডের জন্য ৬ লাখ ও টি-টুয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ টাকা করে পাবেন।
আগের মৌসুমের চুক্তি থেকে বাদ পড়েছেন বরুণ অ্যারন, স্টুয়ার্ট বিনি, কারান শর্মা, হরভজন সিং, মোহিত শর্মা ও শ্রীনাথ অরবিন্দ।
চুক্তিতে আছেন যারা-
গ্রেড ‘এ’ : বিরাট কোহলি, এম এস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, রবিন্দ্র জাদেজা, মুরালি বিজয়।
গ্রেড ‘বি’ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভূবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, জসপ্রিত বুমরাহ, যুবরাজ সিং।
গ্রেড ‘সি’ : শিখর ধাওয়ান, আম্বাতি নাইডু, অমিত মিশ্র, মানিশ পান্ডে, আক্সার প্যাটেল, করুন নায়ার, হার্দিক পান্ডে, আশিষ নেহরা, কেদার যাদব, যুবেন্দ্র চাহাল, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব, মানদীপ সিং, ধাওয়ান কুলকার্নি, শার্দুল ঠাকুর, ঋষভ পান্ডে।
Discussion about this post