শ্রীলঙ্কার ইনিংসের চার বল বাকি থাকতে অঝোর ধারায় বৃষ্টি নামে প্রেমাদাসায়। ৪৯.২ ওভারে ৯ উইকেটে স্বাগতিকরা তখন তুলেছিল ২২৩ রান। সেখানেই থামে লঙ্কানদের ইনিংস। ঘণ্টাখানেক বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু বৃষ্টি থামার পর গ্রাউন্ডসম্যানদের জোরালো চেষ্টায় দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু হয়। তবে বৃষ্টি আইনে টার্গেট বেশ কঠিন হয়ে দাঁড়ায় প্রোটিয়াদের জন্য। জিততে হলে ২৯ ওভারে সফরকারীদের করতে হতো ১৭৬ রান। কিন্তু ২১ ওভারে ৫ উইকেটে ১০৪ রান তোলার পরই ফের বৃষ্টি। এরপর আর খেলাই হল না। ওই পর্যন্ত তারা করতে পেরেছিল ১২১ রান।
ফলে ডি/এল মেথডে ১৭ রানে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৪৯.২ ওভারে ২২৩/৯ (দিলশান ৪৩, সাঙ্গাকারা ৩৭, চান্দিমাল ৪৩; মরনে মরকেল ৩/৩৪)।
দ. আফ্রিকা : ২১ ওভারে ১০৪/৫ (পিটারসেন ২৪, মিলার ২২*; হেরাথ ২/১৬)।
ম্যাচসেরা : দিনেশ চান্দিমাল।
Discussion about this post