ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেরসিক বৃষ্টিতে সর্বনাশ। ব্রিস্টলে বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়ে গেলো বিশ্বকাপের শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ।শুক্রবার সারাদিনই ছিল বৃষ্টি। বিকেল গড়াতেই থামলেও খেলা শুরু করা যায়নি। মাঠ পরিদর্শন শেষে আম্পায়ার ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
বাংলাদেশ সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা কথা ছিল ম্যাচটি। ম্যাচ না হওয়ায় পয়েন্ট ভাগ করে নিচ্ছে দুই দল।
এর আগে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় পাকিস্তান। আবার আফগানদের ধরাশায়ী করে লঙ্কানরা।
পরিত্যক্ত ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার নামের পাশে যোগ হয় একটি করে পয়েন্ট। তাতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শ্রীলঙ্কা। সমান ম্যাচে সমান জয়-পরাজয়ে রান ব্যবধানে পেছনে পাকিস্তান টেবিলের চার নম্বরে।
পাকিস্তান বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, ইমাম-উল-হক. শাদাব খান, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম ও ফখর জামান।
শ্রীলঙ্কা বিশ্বকাপ দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অভিষেক ফার্নান্দো, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, কুশল মেন্ডিস, কুসল পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান প্রদ্বীপ, ধনাঞ্জয়া ডি সিলভা, মিলিন্দা শ্রীরিবর্ধনা, লাহিরু থিরিমানে, ইসুরু উদানা ও জেফ্রে ভানদারসে।
Discussion about this post