ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের দ্বিতীয় দিনে প্রতিকূল আবহাওয়ার কারণে বিকেএসপিতে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে অংশ নেওয়া চার দল-গুলশান ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন সমান ১ পয়েন্ট করে পেয়েছে।
শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও ছিল। এ অবস্থায় বিকেএসপিতে অনুষ্ঠিতব্য গুলশান ক্রিকেট ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ দুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এ দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে গুলশান এবং ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্স ৭ পয়েন্ট নিয়ে সাতে এবং ব্রাদার্স ইউনিয়ন সমান ৭ পয়েন্ট নিয়ে আটে রয়েছে।
বিকেএসপির দুই ম্যাচ বাতিল হলেও শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি আয়োজিত হয়েছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২১৮ রান করে অলআউট হয়েছে ইমরুল কায়েসের দল অগ্রণী ব্যাংক।
ব্যাট হাতে মার্শাল আইয়ুব সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া সাদমান ইসলাম ১৯ ও অধিনায়ক ইমরুল কায়েস মাত্র ১৯ রান করতে পেরেছেন।
Discussion about this post