সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজ নয়, জিতেছে বৃষ্টি। বৃহস্পতিবার ভোরে (বাংলাদেশ সময়) আকাশ ঝেপে নেমে আসা বৃষ্টিতে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
২০ ওভারের লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪.৪ ওভার খেলা হতেই শুরু বৃষ্টি। তখন দলের বিনা উইকেটে ৩১। তামিম ইকবাল ১১ ও এনামুল হক ১৯।
সেখানেই শেষ ম্যাচ। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার করেছিলেন দুই আম্পায়ার পল নেরো ও জোয়েল উইলসন। তারপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা। তাইতো সিরিজের ট্রফি ভাগাভাগি করে নিলেন মুশফিকুর রহীম এবং ড্যারেন স্যামি।
এর আগে স্বাগতিকদের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
৫ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ভেনু্-সেন্ট কিটস। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
Discussion about this post