বৃষ্টিতে সর্বনাশ। প্রস্তুতিটা ঠিকঠাক হলো না বাংলাদেশ ক্রিকেট দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পণ্ড। শুক্রবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয়নি!
এদিন ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্রিকেট মাঠ ফেনার্সে বাংলাদেশ সময় বিকেল ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। প্রায় ৪ ঘণ্টা পরও খেলা শুরু করা সম্ভব হয়নি। এক টুইটে আইরিশ ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে- ‘নিরাপদভাবে খেলার জন্য আউটফিল্ড ও রান নেওয়ার জায়গা পর্যাপ্তভাবে শুকায়নি। এ কারণে ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।’
মাঠ শুকাতে দীর্ঘ চেষ্টার পর ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়ে, মাঠের আউটফিল্ড ও বোলারদের রানআপের জায়গা খেলার উপযুক্ত নয়। ম্যাচটি না হওয়ায় প্রস্তুতি ম্যাচ ছাড়াই এখন মূল সিরিজে নামতে হবে বাংলাদেশ দলকে।
এসেক্স কাউন্টি ক্লাবের মাঠ চেমসফোর্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটির প্রথম ম্যাচটি মঙ্গলবার খেলতে নামবে বাংলাদেশ। একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য ম্যাচগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই! বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে তারা। ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলতে হবে তাদের।
Discussion about this post