বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রীতিমতো দুঃসংবাদ! বৃষ্টিতে সেমিফাইনাল ম্যাচটা না হলে টাইগারদের পেছনে ফেলে ফাইনালে উঠে যাবে ভারত। টুর্নামেন্টের বাইলজ তাই বলছে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বৃষ্টি সমস্যা তৈরি করছে তাতে এমন নিয়ম মাথাব্যথার কারণ হতে পারে!
সেমিফাইনাল তো নকআউট ম্যাচ। এখানে পয়েন্ট ভাগাভাগি হবে না। এক্ষেত্রে ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তখন কি হবে? -এমন প্রশ্ন উঠছে।
রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টিতে যদি সেমিফাইনাল ভেসে যায়, তবে তবে ফল আসবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার অবস্থান দেখে। গ্রুপ পর্বে যারা শীর্ষে ছিল, তারা যাবে ফাইনাল। এ সুবিধাটা ইংল্যান্ডের পাশাপাশি পাবে ভারত।
১৪ জুন কার্ডিফে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচটা যদি পরিত্যক্ত হয়, ‘এ’ গ্রুপে সবার ওপরে থাকা স্বাগতিকরা উঠে যাবে ফাইনালে। একইভাবে ১৫ জুন এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচ বৃষ্টিতে না হলে ফাইনালের টিকিট পাবে ভারতীয়রা।
আর ম্যাচ ম্যাচ টাই হলে নিষ্পত্তি হবে সুপার ওভারে। ওয়ানডেতে এবারই প্রথম দেখা যাবে এই নিয়ম। তবে বাংলাদেশ ভক্তদের সুখবর জানাচ্ছে আবহাওয়া অফিস। জানা গেছে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই!
Discussion about this post