টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য বিরল। এখানে এমন রান ফোয়ারা দেখা যায় না বললেই চলে! কিন্তু শনিবার রীতিমতো ঝড় তুললেন জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে এক ওভারে ৩৫ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ভারতের পেসার এদিন দ্বিতীয় দিনে স্টুয়ার্ড ব্রডের করা ৮৪তম ওভারে ৪টি চার, ২টি ছক্কায় ইতিহাস গড়েন বুমরাহ!
প্রথম ৭ বল খেলে কোনো রান না করলেও এরপরই তুফান বইয়ে দেন বুমরাহ। শেষওভার শেষে ১৪ বলে তুলেন ২৯ রান। ইল্যান্ডের বিপক্ষে চমকই দেখালেন ভারতীয় এই অলরাউন্ডার।
ব্রডের করা ৮৪তম ওভারের প্রথম বলে চার হাঁকান বুমরাহ। পরের বলটি ওয়াইড। এরপরের বলে ৪। তাতে ৫ রান আসে। দ্বিতীয় বলটি নো বল করেন ব্রড। সেটিতে বুমরাহ ছক্কা হাঁকান। তাতে ৭ রান। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিনটি চার হাঁকান বুমরাহ। তাতে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রানের রেকর্ড স্পর্শ করেন। তারপর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ১ রান নিয়ে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান তোলার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন বুমরাহ।
স্টুয়ার্ট ব্রডের ওভারটি্এমন-৪,৫,৭,৪,৪,৪,৬,১। মোট ৩৫ রান আসে সেই ওভারে। এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ ২৮ রান নেন ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ। লারা ২০০৩-০৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসনের ওভারে ৪টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ২৮ রান নেন। ২০১৩-১৪ মৌসুমে জর্জ বেইলি পার্থে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের এক ওভারে নেন ৩টি ছয় ও ২ চারে ২৮ রান। কেশব মহারাজ ২০১৯-২০ মৌসুমে পোর্ট এলিজাবেথে স্টুয়ার্ড ব্রডের ওভারে তুলেন ২৮ রান।
ঠিক ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার ডারবানে হয়েছিল ইতিহাস। টি-টুয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে একটি ওভারে ৩৬ রান নেন যুবরাজ সিং। ইংল্যান্ডের ঘরের মাঠ বার্মিংহ্যামে ফিরে আসে ডারবানের স্মৃতি। মজার ব্যাপার হলো বোলার সেই স্টুয়ার্ট ব্রড!
Discussion about this post