ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিয়ে করলেন পাকিস্তানের আরেক ক্রিকেটার। কিছুদিন আগেই কবুল বলেছিলেন হাসান আলী।ভারতীয় এক নারীকে বিয়ে করেন তিনি। শনিবার বিয়ে হলো ইমাদ ওয়াসিম। ইসলামাবাদের এক মসজিদে প্রেমিকা সানিয়া আশফাকে বিয়ে করলেন এই তারকা ক্রিকেটার।
প্রেম করেই বিয়ে তাদের। দেখা লন্ডনে। তারপর বন্ধুত্ব। এক পর্যায়ে প্রেমে। তারই পথ ধরে এবার বিয়ে।
সোমবার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে ইমাদ ওয়াসিমের। যেখানে থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান। দেখা যাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মনি, পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান আর কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদিকে।
২০১৫ সালের টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক ইমাদ ওয়াসিমের। এরপর শুধু এগিয়ে চলার গল্বপ। পাকিস্তানের হয়ে ইতিমধ্যে ৫২টি ওয়ানডে ও ৩৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ইংলিশ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়েও খেলছেন ইমাদ।
Discussion about this post