স্বপ্নের মতো ক্রিকেট খেলছেন তিনি! ব্যাট হাতে যা করতে চাইছেন তাই যেন হয়ে যাচ্ছে! বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে জন্ম দিলেন বিস্ময়ের! বিরাট কোহলি নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়!
কোহলির রেকর্ড ৫০তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাথা উঁচু করে লড়ে গড়লেন আরও দুটি রেকর্ড। কোহলি ১০৬ বলে ৮টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন এবারের আসরে চতুর্থ সেঞ্চুরি। সব মিলিয়ে যা ওয়ানডেতে ৫০তম। তার পথ ধরে তিনি পেছনে ফেললেন গ্রেট শচীন টেন্ডুলকারকে।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম শতক তুলে নেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি। টপকে গেলেন শচীন টেন্ডুলকারকে। এই জিনিয়াসের সেঞ্চুরি ৪৯টি! তার মাঠেই বিরাট গড়লেন নতুন রেকর্ড!
সেঞ্চুরি করার মধ্য দিয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েন তিনি। ২০০৩ বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রান করেন শচীন। এটি টপকে কোহলির রান এখন ৭১১।
ফিফটি করার পথেও তিনি শচীন ও সাকিবের সর্বোচ্চ ফিফটির রেকর্ড ভাঙেন বিরাট। বিশ্বকাপের এক আসরে শচীন ও সাকিব সর্বোচ্চ ৭টি ফিফটি করেন। সেটা ভেঙে কোহলি আজ রেকর্ড আটটি ফিফটি তুললেন। ১১৩ বলে ১১৭ রান করেন কোহলি। ৯ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন তিনি।
Discussion about this post