ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল বছরের অক্টোবরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের পর হুমকির মুখে পড়ে সংস্থাটির প্রধান নির্বাহীর পদ। আর তাই বিসিসিআইয়ের নতুন চেয়ারম্যানের যোগ দেওয়ার দুই মাস পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিসিআই’র প্রধান নির্বাহী রাহুল জোহরি। অবশেষে সাত মাস পর প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিসিআই।
এরআগে ২০১৬ সালে বিসিসিআইয়ের সঙ্গে জোহরি পাঁচ বছরের চুক্তি করেছিলেন। সে হিসেবে ২০২১ সাল পর্যন্ত তার ভারতীয় ক্রিকেট বোর্ডে থাকার কথা ছিল। তবে বোর্ডে ব্রাত্য হয়ে পড়া জোহরি চুক্তি শেষ হওয়ার এক বছর আগে নিজ থেকেই সরে দাঁড়ালেন।
সৌরভ অক্টোবরে বোর্ডের দায়িত্ব নেওয়ার পর জোহরির প্রধান নির্বাহীর পদটি বাতিলের সিদ্ধান্ত হয়েছিল। কেননা সৌরভের নেতৃত্বাধীন কমিটি চেয়েছিলেন বোর্ডকে আবার আগের মতো করে চালাতে। যেখানে বোর্ড চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহই থাকবেন বোর্ডের সকল ক্ষমতার শীর্ষে। আর এরপর থেকে যেকোনো সভায় এই দুইজনই প্রতিনিধিত্ব করতে থাকেন। আর তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন জোহরি।
গত বছরের ডিসেম্বরে পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেও এ বছরের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল জোহরির। এরপরই পদত্যাগ। তবে সেটির পরেও পদত্যাগ না করায় একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয়েছিল। সৌরভের সঙ্গে নতুন কোনো চুক্তিতে গেলেন কিনা জোহরি, এমন কানাঘুষাও চলছিল। তবে সেসব গুঞ্জণ মিথ্যে করে এপ্রিলের পর আরও দুই মাস দায়িত্ব পালন শেষে জোহরির পদত্যাগের ঘোষণা এলো। ফলে আগস্ট থেকে তিনি আর বোর্ডের দায়িত্বে থাকছেন না।
Discussion about this post