আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে এর পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন, আজকের সফল বাংলাদেশ দলের কাঠামো তার নির্বাচক কমিটির হাতেই গড়ে উঠেছিল। তার মতে, জাতীয় দলে এখন যারা খেলছেন, প্রায় সবাই তার নির্বাচক কমিটির সময়ই সুযোগ পেয়েছেন।
নান্নু বলেন, ‘এখন বাংলাদেশ দলে যাদের দেখছেন, তারা সবাই আমাদের সময়েই এসেছে। একদম নতুন কাউকে আমি দেখতে পাচ্ছি না। মূল কাঠামোটা আমরা তৈরি করেছিলাম।’
তিনি আরও যোগ করেন, ‘এখন দল ভালো খেলছে, ধারাবাহিকভাবে আরও ভালো খেলুক। বিশেষ করে এশিয়া কাপে সবাই দারুণ পারফর্ম করুক-এই প্রত্যাশা।’
অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও জানালেন নান্নু। তবে তার অভিযোগ, সাবেক ক্রিকেটার ও অধিনায়কদের জন্য বর্তমান সংবিধান যথেষ্ট সীমাবদ্ধ। তিনি বলেন, ‘সি ক্যাটাগরিতে সাবেক অধিনায়করা থাকেন, কিন্তু যত ভোটই পান না কেন নির্বাচিত হন মাত্র একজন। এমন বাধা থাকা উচিত নয়। যোগ্য ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়া উচিত।’
তিনি মনে করেন, প্রাক্তন খেলোয়াড়দের অভিজ্ঞতা বোর্ড পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে। তাই সংবিধান সংশোধন করে সাবেকদের অংশগ্রহণ সহজ করার দাবি তুলেছেন তিনি।
তামিম ইকবালের নির্বাচন করার আগ্রহ প্রসঙ্গে নান্নু বলেন, ‘তামিমকে অবশ্যই স্বাগত জানাব। তিনি কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক। প্রশাসনে এলে দেশের ক্রিকেট আরও লাভবান হবে।’
Discussion about this post