নতুন স্পিন কোচ খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের কোচ হিসেবে নাম লেখাতে পারেন স্টুয়ার্ট ম্যাকগিল। বিসিবির আগ্রহের তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার।
বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন এরইমধ্যে জানিয়ে রেখেছেন, ‘স্পিন কোচ খুঁজতে গিয়ে ১০-১২ জনের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। আমাদের জানা মতে তারা প্রত্যেকেই আগ্রহী। যাদের সঙ্গে কথাবার্তা বলে শর্ট লিস্ট করেছিলাম, তার মধ্যে প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিল। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন, কবে থেকে কী সেটি এখনও ফাইনাল হয়নি।”
তিন মাসের জন্য ম্যাকগিলকে আনতে চাইছে বিসিবি। পরে পরিস্থিতি ঠিক থাকলে চুক্তির মেয়াদ বাড়তে পারে। পাপন বললেন, ‘শুরুতে তিন মাসের জন্য কাজ করবে। আর সেটা অস্ট্রেলিয়া সিরিজের আগেই শুরু হবে। সব ঠিক থাকলে মেয়াদ বাড়াবো আমরা।’
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট ম্যাচ খেলেছেন ম্যাকগিল। নেন ২০৮ টি উইকেট। ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই কিংবদন্তি শেন ওয়ার্নের ছায়ায় থাকতে হয়েছে তাকে।
Discussion about this post