ক্রিকবিডি২৪ রিপোর্ট
বল হাতে জাতীয় দলে অনেক দিন ধরেই অপ্রতিরোধ্য তাসকিন আহমেদ। বিশেষ করে গত বছরের মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে দাপট দেখিয়েছেন তিনি। তার পথ ধরে বাংলাদেশ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ জিতে ওয়ানডে সিরিজ। তখন আইপিএল খেলার প্রস্তাব পান তাসকিন। কিন্তু সিরিজ চলায় বিসিবি পাননি। আইপিএল খেলতে অনুমতি না দেওয়ায় বিসিবি ‘ক্ষতিপূরণ’ দিয়েছে তাকে।
মিরপুরে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। এই পেসার বলেন, ‘বোর্ড আমাকে একটা সম্মানি দিয়েছে। সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আসলে জাতীয় দলে খেলাটাই আমার মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিক খেলতে পারি, ভালো করি, আজ না হয় কাল একটা সুযোগ আসবেই। দিন শেষে জাতীয় দলে খেলতেই তো কষ্ট করা, ওটা যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনই হবে।’
তারও আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে অনুমতি দেওয়া হয়নি মুস্তাফিজুর রহমানকে। এরপর তার ‘আর্থিক ক্ষতি’ পুষিয়ে দেয় বিসিবি। এবার পিএসএলে খেলার প্রস্তাব পান তাসকিন। সামনে ইংল্যান্ড সিরিজ থাকায় যাচ্ছেন না তিনি। তাসকিন বলছিলেন, ‘ইংল্যান্ড বিশ্বের সব সংস্করণে দারুণ ক্রিকেট খেলছে। আমরা সেরা ক্রিকেট খেললে আমাদের সে সামর্থ্য আছে ওদের সঙ্গে জেতার। সহজ হবে না, কিন্তু তাই বলে তো ছেড়ে দিলে চলবে না। আশা নিয়ে যেতে হবে, নিজেদের সেরা দিয়ে জিততে হবে এবং সেটাই করব।’
Discussion about this post