প্রথমে বাদ পড়েছিলেন টেস্ট দল থেকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ঘোষিত দলেও দেখা যায়নি তার নাম। আর তাতেই বুঝি ফিরে আসার জেদ পেয়ে বসল নাসির হোসেনকে। দুঃসময় কাটিয়ে ফের চেনা পথে এই অলরাউন্ডার। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে সাফল্য পেলেন নাসির। তাতেই ম্যাচটা জিতল বিসিবি একাদশ। জিম্বাবুয়েকে অনায়াসে তারা হারাল ৮৮ রানে।
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কা সামলে উঠা হল না সফরকারীদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টস জিতে জিম্বাবুয়ে। প্রথমে তারা ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বিসিবি একাদশকে। স্বাগতিকরা শেষ বলে অলআউট হওয়ার আগে তুলে ২৮২ রান।
নাসির ৬২ বল খেলে করেন ৬১। বাদ পড়া আরেক ক্রিকেটার শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৪৯। শুভাগত হোম চৌধুরী করেন ৪০। মাত্র ১৬ বল খেলে আবুল হাসান করেন ৩৩ রান। ৪৪ রানে ৪ উইকেট নেন ভুসি সিবান্দা।
জবাব ৪৫ ওভার ৩ বলে ১৯৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান নেন দুটি করে উইকেট। নাসির-মুক্তার নেন একটি করে উইকেট।
এই ভেনু্তেই শুক্রবার ও রোববার হবে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। পরের তিনটি মিরপুরে, ২৬ ও ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর।
এরইমধ্যে টেস্ট সিরিজে বাংলাদেশ সফরকারী দলকে ৩-০’তে ধবলধোলাই করেছে।
Discussion about this post