ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কয়েকদিন পরই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু দেশটিতে নিরাপত্তা শঙ্কা থাকায় এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যেই আবার সংস্থাটি পাক বোর্ডকে দিয়েছে নতুন এক প্রস্তাব। কিন্তু সে প্রস্তাবই আমলে নিচ্ছে না পাক ক্রিকেট বোর্ড। উল্টো এ পূর্ণাঙ্গ সিরিজটি দেশের মাটিতেই আয়োজন করতে চায় পাকিস্তান।
পিসিবির কাছে বিসিবির পক্ষ থেকে নতুন প্রস্তাবে বলা হয়েছিল, প্রথম টেস্ট ম্যাচটি বাংলাদেশ পাকিস্তানে গিয়েই খেলবে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশে। তবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’কে পাকিস্তান বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, ‘এটা খুবই অদ্ভুত বিষয় যে (এখানে এসে একটি টেস্ট খেলার বিনিময় হিসেবে) বিসিবি চায় বাংলাদেশে গিয়ে পাকিস্তান অন্য টেস্ট ম্যাচটি খেলুক।’
এ মাসের শেষ দিকে তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়ে লম্বা সময় থাকতে রাজি নয় বিসিবি। তবে পাকিস্তানে গিয়ে কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বিসিবি। এরপর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে টেস্ট সিরিজ খেলা-না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তারা। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজনে কোনোভাবেই রাজি নয় পিসিবি। পিটিআইয়ের ওই কর্মকর্তা এ ব্যাপারে বলেন, ‘একটি টেস্ট পাকিস্তানে এবং একটি টেস্ট বাংলাদেশে খেলার প্রস্তাব গোপনে গোপনে দেওয়া হয়েছিল আমাদের কাছে। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে।’
বাংলাদেশের পাকিস্তান সফর করার কথা রয়েছে আগামী ১৮ জানুয়ারি থেকে। তবে ইতোমধ্যে বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এই সফরে অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফের অনীহা রয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ব্যক্তিগতভাবে সফর করতে রাজি হয়েছেন।
Discussion about this post