বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই নতুন রঙ যোগ হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। অবশেষে মাঠে নামার ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটার হিসেবে রেকর্ড ভাঙার পর এবার তিনি যাচ্ছেন প্রশাসনিক চ্যালেঞ্জ নিতে। প্রথম লক্ষ্য-পরিচালক পদে জয়। তবে তার দৃষ্টি সীমিত নয়, দীর্ঘ মেয়াদে সভাপতির আসনও টার্গেটে রেখেছেন তিনি।
সাক্ষাৎকারে তামিম বলেন, সরাসরি সভাপতির নির্বাচন বিসিবিতে হয় না। আগে পরিচালক হতে হয়, এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন। তাই তিনি প্রথম ধাপে বোর্ডে প্রবেশ করতে চান। দেশের ক্রিকেটের উন্নতির জন্য শক্ত অবস্থানে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বিসিবির কাঠামো অনুযায়ী-২৫ সদস্যের বোর্ডে ঢাকার ক্লাব থেকে ১২, জেলা ও বিভাগ থেকে ১০, অন্যান্য কোটা থেকে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক আসেন। এদের ভোটেই ঠিক হয় সভাপতি কে হবেন।
আগেই দুই ক্লাবে সংগঠক হিসেবে সম্পৃক্ত হয়েছেন তামিম। সেখান থেকেই কাউন্সিলরের মাধ্যমে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে তার। তিনি মনে করেন, ক্রিকেটকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে যোগ্য ও আন্তরিক নেতৃত্ব প্রয়োজন। অভিযোগ-প্রতিআপত্তি বা গুজব নয়, আলোচনায় আসা উচিত কে ক্রিকেটকে সঠিক পথে নিতে সক্ষম।
গঠনতন্ত্র অনুসারে পরবর্তী নির্বাচন আগামী ৭ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। তার আগেই কাউন্সিলর মনোনয়ন, ভোটার তালিকা, সময়সূচি-সব প্রক্রিয়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
Discussion about this post