ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। এবার এ তালিকায় নতুন মুখ পেসার শরিফুল ইসলাম। গতবার চুক্তিতে কোনো সংস্করণে না থাকলেও তাসকিন আহমেদ জায়গা পেয়েছেন বিসিবির তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে।
বিসিবি বোর্ড পরিচালকদের সভায় চূড়ান্ত হয় চুক্তিতে থাকাদের নাম। চুক্তি থাকছে চলতি বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত।
টেস্ট
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন, আবু জায়েদ, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।
ওয়ানডে
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।
টি-টুয়েন্টি
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন।
# তিন ফরম্যাটেই আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
Discussion about this post