বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসছে নেতৃত্বে থাকছেন আমিনুল ইসলাম বুলবুলই। ফের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক। সহ-সভাপতির দুই পদে আসছেন প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদ। আরেক সহ-সভাপতি শাখাওয়াত হোসেন। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়ে বিসিবির পরিচালক হয়েছেন তিনি।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক নির্বাচিত হয়েছেন, আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরও দুজন আসবেন বোর্ডে।
ক্যাটাগরি–১ থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, আর ক্লাব পর্যায়ের ক্যাটাগরি–২ থেকে জয় পেয়েছেন ফারুক আহমেদ। সভাপতি পদে একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল। সহ-সভাপতির দুই পদেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দায়িত্ব নিচ্ছেন ফারুক ও ফাহিম।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে এবারের নির্বাচনে অংশ নেননি ২১ জন পরিচালক প্রার্থী। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তবে অনুপস্থিতদের পরও নির্ধারিত সময়েই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বিসিবির এবারের নির্বাচনে ই-ভোটিং ব্যবস্থার পাশাপাশি সরাসরি ভোটেরও সুযোগ ছিল। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট এবার প্রথমবারের মতো বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে তিনি ৩৫ ভোট পেয়ে জয় পান, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবব্রত পাল, যিনি পান ৭ ভোট। পাইলট ২০২১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন। এবারে তিনি বিজয়ী হয়ে বোর্ডে ফিরলেন নতুন দায়িত্বে।
নির্বাচিত পরিচালকবৃন্দ
ক্যাটাগরি–১
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি–২
ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।
ক্যাটাগরি–৩
খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন-
এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
ক্যাটাগরি-১ জেলা-বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন-
চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ- রাহাত শামস।
রাজশাহী- মোখলেসুর রহমান।
রংপুর- হাসানুজ্জামান।
Discussion about this post