আবারও উত্তাল দেশের ক্রিকেট। গত ৮ জানুয়ারি মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে দেশে ছেড়েছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। সে দলের মূল স্কোয়াডে নেই অভিজ্ঞ অলরাউন্ডার
জাহানারা আলম। স্ট্যান্ডবাই হিসেবে তাকে কেন রাখা হলো এনিয়ে উত্তাল ক্রিকেটাঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন জাহানারা।
অবশ্য তার সতীর্থরা মালয়েশিয়া পৌঁছানো আগেই জাহানারা বিসিবিকে একটি চিঠি দিয়েছেন। অভিযোগ পত্রে জানান নানা অভিযোগ।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানান, জাহানারার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্ব নিয়ে দেখছে বোর্ড।
বলা হচ্ছে, জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিক যে চিঠি দিয়েছেন জাহানারা, সেখানে নির্বাচক মঞ্জুরুল ইসলাম, কোচ একে এম মাহমুদুল ইমনের বিপক্ষে পক্ষপাতের অভিযোগ এনেছেন। ড্রেসিংরুমের অনেক ঘটনাও উঠে এসেছে তার চিঠিতে।
অবশ্য এবার নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল তোপ দাগালেন। মঙ্গলবার সংবাদমাধ্যমকে নাদেল জানালেন, তার কাছে এমন কিছু প্রমাণ আছে যা প্রকাশ করলে লজ্জায় পড়বেন জাহানারা। নাদেল বলছিলেন, ‘আমার কাছে কিছু প্রমাণ আছে। আমি দেখাতে চাই না, দেখালে আপনারাই লজ্জা পাবেন। এখানে পক্ষ-বিপক্ষের বিষয় নেই। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে চাই। তারা আমাদের সন্তানতুল্য, ছোট ভাই, ছোট বোনের মতো। তাদের চলার পথে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। সেটা অভিভাবকসুলভ মনোভাব দিয়ে সংশোধন করার দায়িত্ব আমাদের।’
নাদেল আরও বলেন, ‘কোনো ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশা যখন পূরণ হয় না তখন মনঃক্ষুণ্ণ হওয়াটা স্বাভাবিক। এ বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। আমি যেটা শুনেছি সে সরাসরি সিইওর কাছে অভিযোগ জানিয়েছে। তার অভিযোগের মধ্যে ছিল- তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটা সে তার বিবেচনায় বলেছে। সিইও বলেছেন বিষয়টি খোঁজখবর নেবেন।’
Discussion about this post