ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচের এক দিন বাকি থাকতে পূর্বাঞ্চলকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) টানা তৃতীয় শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। মঙ্গলবার চট্টগ্রামে টুর্নামেন্টের ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ১০৫ রানের বড় জয় পায় তারা। এনিয়ে টুর্নামেন্টের অষ্টম আসরে পঞ্চম শিরোপা জিতেছে দলটি।
ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়েছিল প্রথম ইনিংসে। দক্ষিণাঞ্চল লিড দাঁড়ায় ২১৩ রান। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয়ে এগিয়ে যায় ৩৫৩ রানে। ৩৫৪ রানের কঠিন লক্ষ্যে সামনে নিয়ে পূর্বাঞ্চল আটকে যায় ২৪৮ রানে।
মঙ্গলবার ৮ উইকেটে ১২৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে দক্ষিণাঞ্চল। ৪১ রানে অপরাজিত থাকা মেহেদি করেন ৫৩ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৪ উইকেট পেসার হাসান। জোড়া সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ ৫০১ রান করে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হলেন এনামুল। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানও তিনি। আর ২২ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৮৬/১০
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২৭৩/১০
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৩৫.১ ওভারে ১৪০/১০ (মেহেদি ৫৩, শফিউল ৫, রাজ্জাক ৩, আল আমিন ০*; হাসান ১০.১-২-৩৫-৪, আবু হায়দার ১২-১-৫২-৪, রুয়েল ৫-০-২২-২, আশরাফুল ৪-০-৬-০, আফিফ ২-০-১০-০, সাকলাইন ১-১-০-০, মাহমুদুল ১-০-১-০)।
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৬৮.৪ ওভারে ২৪৮/১০ (পিনাক ১৬, আশরাফুল ৫, মাহমুদুল ৮১, ইমরুল ৩, আফিফ ৩১, তানজিদ ১৭, জাকির ৪২, আবু হায়দার ১২, সাকলাইন ১১, হাসান ১৯ রুয়েল ২*; শফিউল ১৫-১-৫৬-৩, আল আমিন ৯-১-৩১-১, ফরহাদ রেজা ১৭-৫-৫১-২, রাজ্জাক ৩-০-১৮-০, মেহেদি ১৮.৪-১-৬৬-৩, মাহমুদউল্লাহ ৬-১-২০-১)।
ফল: দক্ষিণাঞ্চল ১০৫ রানে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post