ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে মোহাম্মদ আশরাফুলের মুখে হাসি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের শুরুতে দল পাননি তিনি। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে দল পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলবেন এ ডানহাতি ব্যাটসম্যান। কয়েকদিনের মধ্যে দলটির সঙ্গে যোগ দেবেন টেস্টের সর্বকনিষ্ট এই সেঞ্চুরিয়ান।
আগের মৌসুমে বিসিএলে ইস্ট জোনের হয়ে খেলেন আশরাফুল। চলতি আসরের শুরুতে তাকে ‘রিটেইন’ করেনি ইস্ট জোন। প্লেয়ার ড্রাফটে ইস্ট জোনের পাশাপাশি অন্য তিন ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ দেখায়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তাকে দলে নিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
ইমার্জিং কাপে খেলতে যাবে বাংলাদেশ। এ কারণে ইসলামী ব্যাংক ইস্ট জোন তাদের তিন ক্রিকেটারকে পরের রাউন্ড থেকে পাচ্ছে না। সেই সুযোগে দল পেয়ে গেলেন আশরাফুলের।
এর আগে জাতীয় ক্রিকেট লিগের সবশেষ আসরে ঢাকা মেট্রোর হয়ে ৬ ম্যাচে ৯ ইনিংসে মাত্র ২৫৩ রান করেন আশরাফুল। বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট। ঘরোয়া ক্রিকেটে ফের ভাল খেলে জাতীয় দলে ফিরতে চাইছেন তিনি। কিন্তু কিছুতেই রানের দেখা মিলছে না!
Discussion about this post