ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে একের পর এক জয়ে আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডেতে এসেছে দাপুটে জয়। টি-টুয়েন্টির প্রথম ম্যাচটিতেও টাইগাররা পেয়েছে রেকর্ড গড়া জয়। ৪৮ রানে সহজেই জয় তুলে নেয় মাহমুদউল্লাহ রিয়াদের দল। বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টেুয়েন্টি ম্যাচ।
এই লড়াইয়ে বিশ্রাম পেতে পারেন তামিম ইকবাল। তার জায়গায় ওপেনিংয়ে খেলানো হতে পারে মোহাম্মদ নাঈম শেখকে। বিশ্বকাপের কথা ভেবেই এমনটা করতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সেই দল গঠনের পথে ম্যাচটাকে প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
যদিও গত সোমবার প্রথম ম্যাচে বেশ ভাল ব্যাট করেন তামিম। ৩৩ বলে খেলেন ৪১ রানের ইনিংস। লিটন দাসের সঙ্গে গড়েছেন ৯২ রানের জুটি। যা টি-টুয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটির নতুন রেকর্ড। এর আগে ওয়ানডে সিরিজেও সাফল্য পেয়েছে এই জুটি।
গত নভেম্বরে ভারত সফরে টি-টুয়েন্টি দলে ছিলেন না তামিম। তার জায়গায় সুযোগ নাঈমের অভিষেক হয়। ২০ ওভারের ক্রিকেটে তিন ম্যাচে করেন ২৬, ৩৬ ও ৮১। তারপর এ বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে প্রথম টি-টুয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৪৩ রান। পরের ম্যাচে অবশ্য ব্যর্থ ছিলেন। সব মিলিয়ে সফলই বলা যায়। তবে তামিম ফেরায় জায়গা পাননি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি একাদশে। এবার সুযোগ মিলছে তার।
Discussion about this post