এই অপ্রাপ্তি যন্ত্রণা দিচ্ছিল বাংলাদেশ দলকে। কিছুতেই যে ধরা দিচ্ছিল না সাফল্য। অথচ টেস্ট খেলুড়ে অন্য দেশগুলোর বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের। এর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই ছিল না কোনো সিরিজ জয়। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সেই লক্ষ্য পূরণের স্বপ্ন দেখেছিল টাইগাররা। কিন্তু সেই আক্ষেপ কাটল ২০ ওভারের ক্রিকেটে এসে। প্রথম দুই ম্যাচ জিতে টি-টুয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
রোববার মিরপুরের শেরেবাংলায় সিরিজ নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ দল। চট্টগ্রামের সেই ধারাবাহিকতাটাই ধরে রাখে টাইগাররা। শামীম পাটোয়ারীর বদলি হিসেবে দলে জায়গা পেয়েই চমক মেহেদি হাসান মিরাজের। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ১১৭ রানে অলআউট বাংলাদেশ। ১২ রানে ৪ উইকেট নেন মিরাজ। এরপর জবাব দিতে নেমে বাংলাদেশ তুলে নেয় ৪ উইকেটের জয়।
ঐতিহাসিক এই ম্যাচ জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান। ক্রিস জর্ডানের করা ১৯তম ওভারে নাজমুল শান্ত ও তাসকিন আহমেদের তিন চারে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পা রাখে টাইগাররা।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়। দুই মিলে তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতে বাংলাদেশ জিতে নিল।
ম্যাচে মিরাজের পাশাপাশি দাপট দেখালেন ব্যাটার নাজমুল হোসেন শান্তও। ৪৭ বলে ৪৬ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে প্রথম ম্যাচে ফিফটিতে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে ক্যারিয়ারসেরা ফিগার পাওয়া মিরাজ ব্যাট হাতে করেন ২০ রান। তৌহিদ হৃদয় ১৭। তাসকিন আহমেদ অপরাজিত ৮ রানে।
ইংলিশদের হয়ে জোফরা আর্চার ১৩ রানে ৩ উইকেট নেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। তবে ম্যাচসেরা মিরাজই!
এবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার মিশন। টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই মিরপুরেই মঙ্গলবার অতিথি দলের সঙ্গে লড়বেন সাকিব আল হাসানরা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৭/১০ (সল্ট ২৫, মালান ৫, মইন ১৫, বাটলার ৪, ডাকেট ২৮, কারান ১২, ওকস ০, জর্ডান ৩, রেহান ১১, রশিদ ১*, আর্চার ০; তাসকিন ৪-০-২৭-১, মুস্তাফিজ ৪-০-১৯-১, নাসুম ১-০-১৩-০, সাকিব ৩-০-১৩-১, হাসান ২-০-১০-১, মিরাজ ৪-০-১২-৪, শান্ত ১-০-৯-০, আফিফ ১-০-৭-০)
বাংলাদেশ: ১৮.৫ ওভারে ১২০/৬ (লিটন ৯, রনি ৯, শান্ত ৪৬, হৃদয় ১৭, মিরাজ ২০, সাকিব ০, আফিফ ২, তাসকিন ৮; কারান ৩-০-১৫-১, ওকস ১-০-৭-০, আর্চার ৪-০-১৩-৩, মইন ৪-০-২৪-১, রশিদ ৪-০-২৮-০, রেহান ২-০-১১-১, জর্ডান ০.৫-০-১৫-০)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে
Discussion about this post