দেশের মাটিতে বিশ্বকাপ তারপরও কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশ। সুপার টেনে কোনরকমে জায়গা করে নিলেও পরে বন্ধী ব্যর্থতার বৃত্তে বন্ধী হয়ে থেকেছে তারা।
আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। রানার্সআপ ভারত। মেয়েদের বিশ্বকাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা ফের হারিয়েছে ইংল্যান্ডকে।
টুর্নামেন্ট শেষে সোমবার বিশ্বকাপের জুরিরা বেছে নিলেন পুরুষ এবং মহিলাদের বিশ্ব একাদশ। পুরুষ দলে জায়গা হয়নি বাংলাদেশের কোন ক্রিকেটারের। তবে নারী দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তিনি রয়েছেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। বলা দরকার বিশ্বকাপে সালমা নিয়েছেন ৮ উইকেট। শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে মেয়েদের দল।
পুরুষদের বিশ্ব একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনি। মেয়েদের দলের অধিনায়ক ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস।
বিশ্ব একাদশ (পুরুষ)
রোহিত শর্মা (ভারত), স্টেফান মাইবার্গ (নেদারল্যান্ডস), বিরাট কোহলি (ভারত), জেপি ডুমিনি (দ. আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত, অধিনায়ক), ড্যারেন স্যামি (উইন্ডিজ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দ. আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (উইন্ডিজ) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
দ্বাদশ ক্রিকেটার : ক্রিশমার সান্টোকি (উইন্ডিজ)।
বিশ্ব একাদশ (মহিলা)
সুজি বেটস (নিউজিল্যান্ড), শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড, অধিনায়ক), মেগ লানিং (অস্ট্রেলিয়া), সারাহ টেলর (ইংল্যান্ড), স্টেফানি টেলর (উইন্ডিজ), দিয়ান্দ্রা দোতিন (উইন্ডিজ), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), নাটালি সিভার (ইংল্যান্ড), সালমা খাতুন (বাংলাদেশ), পুনম যাদব (ভারত) এবং আনিয়া শ্র“বসোল (ইংল্যান্ড)।
দ্বাদশ ক্রিকেটার : শাবনিম ইসমাইল (দ. আফ্রিকা)।
Discussion about this post