ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে আছে গোটা বিশ্ব। এরইমধ্যে নীরবে মঙ্গলবার নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে ইংল্যান্ড। কিন্তু এখানেই সরবে এক বিশ্বরেকর্ডের জন্ম হল। ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রানের পর্বতমসম স্কোর গড়েছে ইংল্যান্ড। ওয়ানডে ইতিহাসে এটিই ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।
নটিংহামেই এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে আগের বিশ্বরেকর্ডটাও গড়েছিল ইংল্যান্ড। ২০১৬ সালে তারা করে ৩ উইকেটে ৪৪৪ রান। রান উৎসবের ম্যাচে সেঞ্চুরি হয়েছে দুটি। অ্যালেক্স হেলস ৯২ বলে করেন ১৪৭ এবং জনি বেয়ারস্টো ঠিক ৯২ বলে তুলেন ১৩৯ রান। সঙ্গে জেসন রয় ৬১ বলে ৮২ ও মরগান ৩০ বলে করেন ৬৭। অ্যান্ড্রু টাই ৯ ওভারে ১০০ রান দিয়ে ছিলেন উইকেট পাননি!
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬(রয় ৮২, বেয়ারস্টো ১৩৯, হেলস ১৪৭, বাটলার ১১, মর্গ্যান ৬৭, মইন ১১, রুট ; স্ট্যানলেক ০/৭৪, রিচার্ডসন ৩/৯২, অ্যাগার ১/৭০, টাই ০/১০০, ম্যাক্সওয়েল ০/২১, স্টয়নিস ০/৮৫)
Discussion about this post