ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনাল লড়াই। মাসখানেকের বেশি সময় ধরে চলেছে রাউন্ড রবিন লিগের খেলা। সেই ধাপ শেষে এবার শেষের পথে ওয়ানডে ক্রিকেটের এই শ্রেষ্টত্বের লড়াই।দশ দলের লড়াইয়ে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
৪ দল পেয়েছে সেমির টিকিট। তারা হল-ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার শেষ ম্যাচেও জিতে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে ভারত। পয়েন্ট টেবিলে দাপট তাদেরই। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দুইয়ে নেমে গেল অস্ট্রেলিয়া। তিনে স্বাগতিক ইংল্যান্ড। চার নম্বরে নিউজিল্যান্ড।
ফাইনালে উঠার লড়াইয়ে ইংল্যান্ডকে পাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত।
৯ জুলাই প্রথম সেমি-ফাইনাল। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-নিউজিল্যান্ড লড়াই। দ্বিতীয় সেমি-ফাইনাল ১১ জুলাই, বার্মিংহামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ।
সেমি-ফাইনাল-
তারিখ | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) | ম্যাচ | ভেন্যু |
০৯ জুলাই, মঙ্গলবার | বেলা ৩.৩০ মিনিট | ভারত-নিউজিল্যান্ড | ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার |
১১ জুলাই, বৃহস্পতিবার | বেলা ৩.৩০ মিনিট | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | এজবাস্টন, বার্মিংহ্যাম |
ফাইনাল-
তারিখ | ম্যাচ শুরু (বাংলাদেশ সময়) | ম্যাচ | ভেন্যু |
১৪ জুলাই, রোববার | বেলা ৩.৩০ মিনিট | প্রথম সেমি-ফাইনাল জয়ী – দ্বিতীয় সেমি-ফাইনাল জয়ী | লর্ডস, লন্ডন |
Discussion about this post