ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার পথ ধরে জয়ও আসছে প্রায় প্রতি ম্যাচে। এবার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথমম্যাচে অনায়াস একটা জয় তুলে নিলেন জাহানারা আলমরা। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে থামিয়ে দেয় দল। এরপর ১৪.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে নারী ক্রিকেট দল।
২০ ওভারের এই ম্যাচে টস জিতে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। প্রতিপক্ষকে শুরুতেই চেপে ধরে টাইগ্রেসরা। পাপুয়া নিউগিনি ২ রানে হারায় ২ উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে তুলে ৮৪ রান। এরপর সেই সংগ্রহটা অনায়াসে টপকে যায় বাংলাদেশ। ৩৫ রান করেন ওপেনার শামিমা সুলতানা।
সংক্ষিপ্ত স্কোর-
পাপুয়া নিউগিনি: ২০ ওভারে ৮৪/৬ (ফ্র্যাঙ্ক ২৭, রুমা ২৩*, জন ১৫; জাহানারা ১/১৫, সালমা ১/১২, পান্না ২/১৫, ফাহিমা ১/১০, রুমানা ১/১২)।
বাংলাদেশ: ১৪.৫ ওভারে ৮৬/২ (শামিমা ৩৫, আয়েশা ১৫, ফারজানা ১৭*, নিগার ১১*)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামিমা সুলতানা
Discussion about this post